২৭-৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এপিআরআইজিএফ ২০২১

৩ জুন, ২০২১ ০০:২৪  
আগামী ২৭-৩০ সেপ্টেম্বর অুনষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট গর্ভন্যান্স ফোরাম (এপিআরআইজিএফ) ২০২১। ‘টুওয়ার্ডস এন ইনক্লুসিভ, সাসটেইনএভল এন্ড ট্রাস্টেড ইন্টারনেট’ মূল প্রতিপাদ্য নিয়ে এবারের আয়োজন অনলাইন ও ফিজিক্যাল উভয় পদ্ধতির সংমিশ্রনে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। অনলাইনের পাশাপাশি চাইলে বিভিন্ন রিমোট (লোকাল) হাবে স্বশরীরে উপস্থিত থেকেও এ আয়োজনে অংশগ্রহন করা যাবে। রেজিস্ট্রেশন স্বাপেক্ষে এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত।  এখানে ক্লিক করে এপিআরআইজিএফ ২০২১ এ রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে। এখানে ক্লিক করে আগামী ৬ জুন পর্যন্ত আয়োজনের বিভিন্ন সেশনের জন্য প্রপোজাল জমা দেয়া যাবে। এ লিংকে গিয়ে লোকাল হাবের জন্য আবেদন করা যাবে। এশিয়া প্যাসেফিক রিজিওনাল ইন্টারনেট গর্ভন্যান্স ফোরাম (এপিআরআইজিএফ) হচ্ছে ইন্টারনেট ব্যবস্থার উন্নয়নের জন্য পাবলিক পলিসি রিলেটেড বিভিন্ন আলোচনার জন্য একটি রিজিওনাল ফোরাম। ২০১০ সাল থেকে প্রতিবছর ধারবাহিকভাবে এপিআরআইজিএফ অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের আয়োজন এপিআরআইজিএফ এর ১১ তম আয়োজন। কোভিড ১৯ পরিস্থিতির কারনে গত বছর এপিআরআইজিএফ ২০২০ শুধু অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রতিবছর এশিয়া প্যাসেফিকের ভিন্ন ভিন্ন দেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এপিআরআইজিএফ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: যঃঃঢ়://ধঢ়ৎরমভ.ধংরধ।