২৭ জুলাই ইন্টারকন্টিনেন্টালে বসছে দ্বিতীয় বাংলাদেশ স্টার্টআপ সামিট
আগামীর উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী ২৭ জুলাই রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে বসছে বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশের স্টার্টআপগুলো ছাড়াও ১০৫টি বিদেশী স্টার্টআপ অংশ নিচ্ছে। থাকছে ৪২টি স্টল ও ৫৫টি ভেঞ্চার ক্যাপিটাল এবং বিনিয়োগ সংস্থা। ৩০টি দেশ থেকে ১০ হাজারের মতো দর্শনার্থী উপস্থিত হবেন।
এর বাইরে এআই অ্যান্ড টেকনোলজি, স্টার্টআপ এডুকেশন, দ্য আর্ট অফ ফান্ডরেইজিং, ফিনটেক, এডটেক, ক্লাইমেট ভালনারেবিলিটি, ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট, লজিস্টিকস, মোবিলিটি অ্যান্ড ই-কমার্স, আরএমজি শোকেসিং এবং ফুড অ্যান্ড অ্যাগ্রিটেক-এর মতো বিষয়ে শতাধিক বক্তা এই আয়োজনে অংশ নিচ্ছেন। এবারই প্রথমবার নিবন্ধন ফিস জমা দিয়ে সম্মেলনে অংশ নিতে হবে উদ্যোক্তাদের। হোটেল ইন্টার কন্টিনেন্টালের আউটডোর অ্যাকুয়া ডেকে ২৬ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ইনভেস্টমেন্ট নাইট।
রবিবার আগারগাঁয়ে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ইভেন্ট পার্টনার উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড থেকে ম্যানেজিং ডিরেক্টর সাব্বির রহমান তানিম।
সংবাদ সম্মেলনে সামি জানান, এ বছর আমরা দ্বিগুণ বিনিয়োগকারীকে আকৃষ্ট করতে পেরেছি। গত বছরের সামিটে যারা এসেছিলো এবছর বেশির ভাগ বিনিয়োগ তাদের কাছ থেকেই এসেছে। যারা ভবিষ্যতে সিলিকনভ্যালিতে নেতৃত্ব দিতে পারে এমন ৬টি স্টার্টআপ এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন। বিশেষ করে এআই নিয়ে যারা কাজ করছেন তারা সামিটে তাদের কাজ আমাদের সঙ্গে শেয়ার করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সেক্রেটারি এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শামসুল আরেফিন।
এছাড়াও পৃষ্ঠপোষকদের মধ্যে বক্তব্য রাখেন এসবিকে টেক ভেঞ্চারস থেকে ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং পার্টনার, সোনিয়া বশির কবির, আমিই বাংলাদেশ সিইও নামির আহমেদ নূরি, নেক্সট ভেঞ্চারস-এর চিফ এগজিকিউটিভ অফিসার সৈয়দ আবদুল্লাহ জায়েদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্যুনিকেশন পার্টনার এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম এবং ম্যানেজিং পার্টনার তাসনুভা আহমেদ টিনা, এক্সেলারেট হার সিইও মুনজারিন মাহবুব অবনি; আমি প্রবাসী লিমিটেড-এর বিজনেস অপারেশন লিড, মাস্টারকার্ড এবং চিফ স্ট্র্যাটেজি অফিসার সৈয়দ আবদুল্লাহ গালিব প্রমুখ।







