২০ জয়ীকে পুরস্কৃত করলো উই

১৫ অক্টোবর, ২০২২ ২০:৩৬  
এবার ২০ সফল নারী উদ্যোক্তা পেলেন জয়ী সম্মাননা। সম্মাননা প্রাপ্তদের মধ্যে তিন জনই এসেছেন চলচ্চিত্র অঙ্গন থেকে। এরা হলেন-‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’ উপন্যাসের নাদিয়ে চরিত্রে অভিনয় করে প্রযুক্তি অঙ্গনে আলোচনায় আসা মেহজাবীন চৌধুরী,  ই-ক্যাব সভাপতি শমী কায়সার ও অভিনেত্রী আজমেরী খান বাঁধন। একই কাতারে আরো সম্মানিত হয়েছেন প্রফেসর ড: সায়েবা আক্তার, এসবিকে টেক ভেঞ্চার প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির, টাই চ্যাপ্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রুবাবা দৌলা, বিজিএমই এর সাবেক সভাপতি রুবানা হক, অঞ্জনা খান মজলিস, জাতীয় মহিলা ফুটবল দলে ফরোয়ার্ড  সাবিনা খাতুন এবং করোনায় বিশ্বজয়ী অণুজীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহা। এছাড়াও নবীনদের মধ্যে ‘জয়ী’ সম্মাননায় ভূষিত হয়েছেন ইফাত সোলাইমান লুবনা, মুক্তা আক্তার, জোস্না আক্তার রেনু, মোছাঃ সুরাইয়া মোর্শেদ, সোহাইবি রুমী, সুলতানা পারভীন, ত্বওয়াহিয়া সুলতানা রেশ্মী, তাসফিয়া তৃণ এবং রাজিয়া সুলতানা। উইমেন এন্টারপ্রেনিউরশিপ সামিটের সমাপনী দিনে শনিবার রাতে বিজয়ীদের নাম ঘোষণার পর তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারীর ক্ষামতায়নে চ্যাম্পিয়ন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ছেলেদের তুলনায় মেয়েরা সাশ্রয়ী ও মিতব্যয়ী। তাই তারা সফল হয়। আশাকরি, পুঁজি, প্রযুক্তি, প্রশিক্ষণ নিয়ে আইসিটি বিভাগ সময় নারীদের পাশে থাকবো। নিজে জয়ী হতে না পারার আক্ষেপ প্রকাশ করে সম্মাননা প্রদান অনুষ্ঠানে উই প্রতিষ্ঠাতা সভাপতি নাসিমা আক্তার নিশা সবাইকে নিজেদের স্বকীয়তা ধরে রাখার আহ্বান জানান। এসময় তিনি উই পরিচালক ইমানা চৌধুরী, ফুডপ্যান্ডা সহ-প্রতিষ্ঠাতা আম্বারিন রেজা, বিশ্বব্যাংকের উইফি প্রকল্প প্রধান হোস্না ফেরদৌস সিমু ও যুক্তরাজ্য দূতবাসের ড্যান পাশা’র হাতে সম্মেলনের ধন্যবাদ স্বারক তুলে দেয়া হয়। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সনদ তুলে দেয়ার পাশাপাশি জয়ী উত্তরীয় পরিয়ে দেয়া হয়।