২০ কোটির মাইলফলক পেরোলো নেটফ্লিক্স

২০ জানুয়ারি, ২০২১ ১০:০১  
কোম্পানিটির ধারণাই সত্যি হলো। ২০ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছে স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন মতে, বর্তমানে বিশ্বব্যাপী নেটফ্লিক্সের ২০ কোটি ৩৬ লাখ ৬০ হাজার পেইড গ্রাহক রয়েছে। নেটফ্লিক্স আরও জানিয়েছে, ২০২০ সালে গুগলে সার্চ করা টিভি সিরিজের ১০টির মধ্যে নয়টিই দখল করে ছিলো নেটফ্লিক্সের অরিজিনাল টিভি শো। এছাড়া গত বছরের প্রথমার্ধে নেটফ্লিক্স তাদের গ্রাহকদের জন্য শাফল প্লে ফিচার চালুর পরিকল্পনা করে, যার মাধ্যমে প্রত্যেক গ্রাহক কিছু না কিছু ভালো সিরিজ, মুভি দেখতে পেয়েছেন। তবে গত বছরে নেটফ্লিক্স বেশকিছু শক্তিশালী প্রতিদ্বন্দ্বি কোম্পানি পেয়েছে। ডিজনি প্লাস, এইচবিও ম্যাক্স ও পিকক সবই কোম্পানিটির প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে রূপ নিয়েছে। আর ২০২১ সালে প্যারামাউন্ট প্লাসও যুক্ত হচ্ছে এই তালিকায়। তবে নেটফ্লিক্সকে এগিয়ে নিয়ে এর নির্বাহীরা জোর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। বর্তমানে পাঁচ শতাধিক টাইটেল পোস্ট প্রোডাকশন বা চালু হওয়ার অপেক্ষায় আছে। ডিবিটেক/বিএমটি