১৩ মিনিটে চার্জে চলবে ২ দিন

৩০ আগষ্ট, ২০১৯ ১০:৩৮  
আধুনিক প্রযুক্তি বিদ্যার এক বিস্ময়কর আবিষ্কার মোবাইল ফোন । যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হলো এটি । তাই এবার এই প্রযুক্তি ব্যবহারে আরো গতিশীল করতে, স্মার্টফোন তৈরির অন্যতম প্রতিষ্ঠান ভিভো বাজারে আনছে আল্ট্রা ফাস্ট চার্জিং প্রযু্ক্তির স্মার্টফোন। যা ১৩ মিনিট পরেই ফুল চার্জ হবে। ভিভো দাবি করছে, এই বিশেষ প্রযুক্তির চার্জিং ব্যবস্থায় ব্যাটারি মাত্র ১৩ মিনিটেই ফুল চার্জ হবে। ৫ মিনিটেই হবে ৫০% চার্জ। নতুন এই চার্জিং ব্যবস্থাকে সুপার ফ্ল্যাশচার্জ ১২০ ওয়াট বলে অভিহিত করছে। সেপ্টেম্বরে অবমুক্ত হচ্ছে ভিভো নেক্স ৩। এতেই ফাস্ট চার্জিংয়ের প্রযুক্তি থাকছে বলে জানিয়েছে ভিভো। শুধু তাই নয়, ব্যাটারিতে প্রায় ২ দিন পর্যন্ত চার্জ থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সে জন্য ৬,৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে ওই স্মার্টফোনে। এতে হেডফোন জ্যাক ও ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে। ফাইভজি নেটওয়ার্কও সাপোর্ট করবে ফোনটি। থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর। ফাইভজির জন্য থাকবে স্ন্যাপড্রাগন এক্স৫০ মডেম। গত বছরের ডিসেম্বরে আসে ভিভো নেক্স ২। নচবিহীন ফুল ভিউ ডিসপ্লে ফোনটিতেও ছিলো তিনটি ক‍্যামেরা।