হ্যাকার নিয়োগ দিলো টুইটার

১৭ নভেম্বর, ২০২০ ১৪:২৪  
ইঁদুর তাড়াতে যেমন করে বিড়াল পোষা হয়, তেমনি করে প্রযুক্তি ব্যবসায় নিরাপদ করতে এখন নিয়োগ দেয়া হচ্ছে হ্যাকারদের। প্রযুক্তি জগতের চোরা হামলা থেকে নিরাপত্তাবিধানে সেই কাজটিই করলো টুইটার। নিরাপত্তা প্রধানের পদে নিয়োগ দিয়েছে ‘মাজ’ নামে পরিচিত বিখ্যাত হ্যকার পিটার জাটকোকে। এর আগে ইলেকট্রনিক লেনদেন প্রক্রিয়া স্ট্রাইপের নিরাপত্তা তত্ত্বাবধানে ছিলেন তিনি। স্ট্রাইপের আগে গুগলে বিশেষ প্রকল্পে এবং পেন্টাগনের ‘ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড প্রজেক্টস এজেন্সি (ডারপা)’র হয়ে কাজ করেছেন। জাটকো সরাসরি করবেন প্রধান নির্বাহী জ্যাক ডরসির অধীনে।  টুইটারের কাঠামোগত ও অনুশীলনের পরিবর্তন আনার ব্যাপারে বিস্তৃত সুপারিশ করার সুযোগ থাকবে তার। ৪৫ থেকে ৫০ দিনের একটি পর্যালোচনা ধাপ অতিক্রম করার পর টুইটারের গুরুত্বপূর্ণ নিরাপত্তা কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ নেবেন তিনি। জাটকো জানিয়েছেন, তিনি “তথ্য নিরাপত্তা, সাইটের বিশুদ্ধতা, বাহ্যিক নিরাপত্তা, প্ল্যাটফর্ম অখণ্ডতা’ খতিয়ে দেখবেন। জাটকোর ক্যারিয়ার শুরু হয়েছিলো ১৯৯০ এর দশকে। ওই সময় সরকারি এক ঠিকাদারের হয়ে ক্রমাগত গোপনীয় কাজ করেছেন তিনি। ‘কাল্ট অফ দ্য ডেড কাও’ নামের এক হ্যাকিং গ্রুপের নেতৃস্থানীয়দের মধ্যেও ছিলেন জাটকো। হ্যাকিং গ্রুপটি উইন্ডোজ হ্যাকিং টুল ছেড়ে মাইক্রোসফটকে নিজেদের নিরাপত্তা উন্নত করতে প্ররোচিত করেছিল।