হুয়াওয়ের ফাইভজি ফোন বাজারে

২৭ জুলাই, ২০১৯ ১৮:০২  
চীনে নিজেদের প্রথম ফাইভজি ফোন ‘মেট২০ এক্স ফাইভজি’ উন্মোচন করেছে হুয়াওয়ে। গত বছর উন্মোচন করা অক্টোবরে মেট২০ প্রোয়ের ফাইভজি সংস্করণ এটি। ফাইভজি কানেক্টিভিটি বাদে মেট২০ প্রোয়ের সঙ্গে ফোনটির তেমন কোনো পার্থক্য নেই। ফাইভজি সংস্করণে শুধু বাদ পরেছে হেডফোন জ্যাক। এছাড়াও, আগের চেয়ে ব্যাটারির শক্তি কমিয়ে ৫০০০ এমএএইচ থেকে কমিয়ে করা হয়েছে ৪২০০ এমএএইচ। মেট২০ এক্স ফাইভজি ফোনটির দাম ৯০১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৫ হাজার ৬৮৪ টাকা)। ইতোমধ্যে মেট২০ এক্স ফাইভজি ফোনটির বিক্রি শুরু হয়েছে যুক্তরাজ্যের বাজারে।