সোয়া ২ মিনিটেই গাড়ি উড়বে আকাশে

২৬ জানুয়ারি, ২০২২ ১০:৫৭  
রাস্তায় চলার পাশাপাশি আকাশেও উড়তে পারে ‘এয়ার কার’। এজন্য প্রয়োজন নেই বিশেষজ্ঞ কারো সাহায্যের। গাড়ির চালকই যথেষ্ট। কেননা, সুইচ চাপলেই নিজে থেকে উড়নে শুরু করবে গাড়িটি। এ জন্য সময়ও লাগবে বেশ কম, মাত্র ২ মিনিট ১৫ সেকেন্ড। শুনতে অবাক লাগলেও এয়ার কার নামের গাড়িটি এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ৭০ ঘণ্টা আকাশে ওড়ার পাশাপাশি ২০০ বার উড্ডয়ন ও অবতরণ করেছে। ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে ভূমি থেকে আট হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম উড়ুক্কু গাড়িকে ‘এয়ারওয়ার্থনেস সার্টিফিকেট’ দিয়েছে স্লোভাকিয়ার পরিবহন কর্তৃপক্ষ। গেল বছর জুন মাসে এয়ারকার তৈরি করে অনেকেরই চোখ কপালে তুলে দিয়েছিলেন উদ্ভাবক স্টেফান ক্লেইন। এই হাইব্রিড গাড়ী-উড়ুক্কুযানে রয়েছে একটি বিএমডব্লিউ ইঞ্জিন। সাধারণ গাড়িতে ব্যবহৃত পেট্রোলে চলে এটি। ফলে গাড়িটির জ্বালানি পেট্রলপাম্প থেকেই নেওয়া যাবে। শুধু চালকের পাইলটের লাইসেন্স লাগবে। গত জুনে স্লোভাকিয়ার নিত্রা ও ব্রাতিস্লাভার আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে ৩৫ মিনিটের একটি ফ্লাইট সম্পন্ন করে উড়ুক্কু গাড়িটি। ‘অদূর ভবিষ্যতে প্যারিস থেকে লন্ডনে যাওয়ার পরিকল্পনা’ করছে বলে বিবিসি-কে জানিয়েছেন এর উদ্ভাবক। খবরটি “এই নির্মাতা প্রতিষ্ঠানের জন্য আগামীর পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়” বলে বর্ণনা করেন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট অফ ইংল্যান্ডের এভিওনিক্স এবং এয়ারক্রাফট সিস্টেমের সিনিয়র রিসার্চ ফেলো ড. স্টিভ রাইট।