শুরু হলো ই-জিনিয়াস হান্ট

৯ নভেম্বর, ২০২০ ০২:৪৭  
শিশু-কিশোরদের প্রতিশ্রুতিশীল ই-প্রজন্ম হিসেবে গড়ে তুলতে শুরু হলো ই-জিনিয়াস হান্ড। অ্যাপ ভিত্তিক ই-সংস্কৃতি গড়ে তোলোর এই আয়োজন করেছে ই-ক্যাব। শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমভিত্তিক ডিজিটাল প্রতিভা অনুসন্ধানের কার্যক্রমে ঘরে বসেই শিশু থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। রবিবার (৮ নভেম্বর) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ই-ক্যাবের পরবর্তী কর্মসূচি হিসিবে এই ই-জিনিয়াস হান্টের অ্যাপ উদ্ধোধন করেন জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার বলেন, শিশুদের জন্য একটি টেলিভিশন চ্যানেল থাকলেও অনলাইন কোনো প্লাটফর্ম নেই। সে কারণেই তারা বাবা-মায়ের ফেসবুক ব্যবহার করে থাকে। তাদের মধ্যে দেশের সংস্কৃতির অনুপস্থিতির শঙ্কা দেখা দিয়েছে। তাই তমালদের আইডিয়াই এই ই-জিনিয়াস অ্যাপ তৈরি করা। মুজিব বর্ষ উপলক্ষে আগামী ১৬ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অ্যাপ দিয়ে তাদের সৃজনশীল কর্মকাণ্ডের মাধমে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতা শেষে এক হাজার শিক্ষার্থীকে ই-জিনিয়াস ঘোষণা করা হবে। এ প্রসঙ্গে পলক বলেন, ‘আট মাস ঘরে বসে সহশিক্ষা কার্যক্রম থেকে শিক্ষার্থীরা বঞ্চিত। তাদের সহশিক্ষা কার্যক্রম প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘরে বসে করা, প্রতিভা বিকাশের সুযোগ ও মূল্যায়ন সম্ভবত এটাই প্রথম। বিভিন্নভাবে সবসময় হয়ে থাকে, কিন্তু ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই কর্মসূচির বাস্তবায়ন ডিজিটাল বাংলাদেশ ও ডিজিটাল প্রজন্ম তৈরিতে সহায়ক হবে ‘ বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঢাকা বিভাগের সব স্কুল ও কলেজের শিশুরা ঘরে বসেই অ্যাপের মাধ্যমে এই প্রতিযোগিতায় তাদের গান, কবিতা, ছবি আঁকা কিংবা লেখার মাধ্যমে অংশ নিতে পারবে। তারা অ্যাপের মধ্যেই দেখতে পাবে তাদের সৃজনশীল কাজটি কতটা ভালো ও জনপ্রিয় হয়েছে। এ ধরনের প্রতিযোগিতা দেশে সম্ভবত এটাই প্রথম।’