লকডডাউনে ভিডিও কলে বিয়ে!

২৯ মার্চ, ২০২০ ১৬:০৪  
গাড়ি-ঘোড়া সহ প্রায় সব যোগাযোগ পথই বন্ধ। তবে খোলা আছে নেট পরিষেবা। সেই পরিষেবাকে কাজে লাগিয়েই করা হল ভিডিও কলিং। ল্যাপটপের সামনে বসে বর-কনে নিজ নিজ বাড়ি থেকে সম্মতি দিলেন নতুন জীবনে। লকডডাউনের মধ্যে এমন বিয়ের আয়োজন হয়েছে ভারতের বিহার রাজ্যের পাটনায়। বিয়ের এই ভিডিওটি টুইটারে শেয়ার করেছে ভারতের সংবাদসংস্থা এএনআই। https://twitter.com/ANI/status/1242398934183686144?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1242398934183686144&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fbengali%2Fcoronavirus-lockdown-bihar-patna-nikah-of-a-couple-was-performed-through-video-conferencing-amid-cor-2200302 ভিডিওতে দেখা যায়, স্বজনদের সঙ্গে দুই প্রান্তে ল্যাপটপের সামনে বসে আছেন বর-কনে। "নিকাহ কবুল" করছেন কিনা এই প্রশ্ন ভিডিও কলে করা হলে, লাজুক কনের ভিডিও কলেই জবাব। তিনবার স্পষ্ট স্বরে উচ্চার করলেন "কবুল হ্যায়...কবুল হ্যায়...কবুল হ্যায়"। ব্যস, ভিডিও কলেই এক অপরের সঙ্গে সংসার জীবনে বাঁধা পড়লেন তারা। হাসি ফুটে উঠল ওই ভিডিও কলের সাক্ষী অন্য আত্মীয়দেরও।