অভিনব কায়দায় পূবালী ব্যাংকের দুটি শাখার এটিএম বুথ থেকে চুরির ঘটনা ঘটেছে। গত ১৭ ও ১৮ নভেম্বর কুমিল্লা এবং চট্টগ্রামে বুথের ভল্ট খুলে টাকা চুরির এই ঘটনার কথা নিশ্চিত করেছেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম।
তিনি জানিয়েছেন, টাকা চুরির ভিডিও ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে মামলাও করা হয়েছে। জালিয়াত চক্রটি বুথ থেকে মোট ৯ লাখ ৬০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

বুথে থাকা সিসিটিভি’র ভিডিও ক্লিপে দেখা যায়, প্রথমে এক অপরাধী এটিএম বুথে প্রবেশ করেই চাবি দিয়ে টেলার মেশিনের উপরের অংশ খুলে তার মধ্যে কিছু একটা প্রবেশ করান। এর পর রিমোট কন্ট্রোল জাতীয় যন্ত্র হাতে নিয়ে কাজ শুরু করেন। এ সময় বেশ কয়েকটি কার্ড ঢুকিয়ে ওই যন্ত্রের সহায়তায় টাকা তুলে নেন।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপ কমিশনার (পূর্ব) শহিদুর রহমান রিপন জানিয়েছেন, অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।