রাশিয়াতে নিষিদ্ধ হলো ভাইবার
রাশিয়ার যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা রসকমনাডজর ঘোষণা করেছে যে, তারা জনপ্রিয় মেসেজিং অ্যাপ ভাইবার-এর অ্যাক্সেস ব্লক করেছে। শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা রাশিয়ার কর্তৃপক্ষের দ্বারা নিষিদ্ধ হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর সর্বশেষ সংযোজন। খবর রয়টার্স।
এক বিবৃতিতে রসকমনাডজর জানায়, সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং মাদক পাচার প্রতিরোধ সংক্রান্ত নিয়ম ভঙ্গের কারণেই ভাইবার অ্যাপটি ব্লক করা হয়েছে।
ভাইবারের মালিকানা প্রতিষ্ঠান রকুতেন গ্রুপ এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
রাকুটেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিরোশি মিকিতানি গত বছর কিয়েভ সফরের সময় এক জুম সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভাইবার অ্যাপকে রুশ প্রোপাগান্ডার বিরুদ্ধে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, “অন্য সামাজিক মাধ্যমগুলোর বিপরীতে, আমরা স্পষ্ট করে জানিয়েছি যে, আমরা রাশিয়ার সব ভুয়া খবর এবং প্রোপাগান্ডা ব্লক করবো”।
রাশিয়ার এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের কঠোর নীতির একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি







