ময়মনসিংহ নিক্স উদ্বোধন

১১ মে, ২০২৪ ২০:৩১  

ময়মনিসিংহে সপ্তম ন্যাশনাল ইন্টাারনেট এক্সচেঞ্জ (নিক্স) চালু করলো ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসেসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। দেশের প্রান্তিক পর্যায়েও রাজধানীর মতো নিরবিচ্ছিন্ন দ্রুত ও উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে শনিবার সন্ধ্যায় হোটেল গোল্ডেন টিউলিপে এই সেবাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ আব্দুর রহিম খান। আইএসপিএবি সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন মংমনসিংহ বিভাগের আহ্বায়ক মোঃ কাজী সাজ্জাদ হোসেন রতন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আব্দুর রহিম খান বলেন, একটি সময় আসবে যখন ডাটা ব্যবহারের পরিমাণ টেরাবাইটে উন্নীত হবে। তখন এই নিক্স এর প্রয়োজনীয়তা বোঝা যাবে। আইএসপিএবি বিষয়টি বুঝে পদক্ষেপ নেয়ায় দেশের ইন্টারনেট সেবার মান সমুন্বত হবে। আমার মনে হয় নিক্স এর মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামো এবং ডিজিটাল ইকোসিস্টেম আরো টেকসই হবে।

অনুষ্ঠানে জানানো হয়, আগে সিঙ্গাপুর থেকে যে ডেটা ময়মনিংহে পৌঁছতে ৫৫ মিলি সেকেন্ডে সময় লাগতো এখন ১ মিলি সেকেন্ডে সেই সেবা মিলবে নিক্সের মাধ্যমে। ময়মনসিংহের ইন্টারনেট ব্যবহারকারীরা আরো দ্রুত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রাজধানীর মহাখালি, মতিঝিল, ধানমন্ডি ও মিরপুর ছাড়াও ঢাকার বাইরে খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহে নিক্স স্থাপনের পর কুমিল্লা, বগুড়া ও রাজশাহীতে নিক্স স্থাপন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইএসপিএবি যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাইয়্যুম রাশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মোহাম্মাদ আনোয়ার হোসেন, পরিচালক মাহবুব আলম রাজু, সাকিফ আহমেদ, মোঃ নাছির উদ্দিন এবং মোঃ মাহমুদুল হাসান আরিফ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেছেন, নিক্স এর মাধ্যমে লোকাল ডাটা লোকালী রেখে আমাদের ইন্টারনেটের বিপদ থেকে রক্ষা করবে বলে মনে করি। প্রাকৃতিক ও মনুষ্য দুর্যোগে এই নেটওয়ার্ক স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের প্রত্যাশা, আইবিপিসির সহযোগিতায় আগামী এক বছরের মধ্যে সকল বিভাগীয় ও কিছু জেলা শহরে প্রয়োজনীয় নিক্স পপ স্থাপন করে নিক্স সেবাটি তৃণমূলে পৌঁছে দিতে পারবো।