ভিভো এক্স৮০ ৫জি বিক্রি শুরু

৭ জুন, ২০২২ ১৪:৪৭  
১০ দিনের টানা প্রি-বুকিং পর্ব শেষে রোববার (৫ জুন) থেকে অফলাইন বাজারে মিলছে ভিভো এক্স৮০ ৫জি স্মার্টফোন। এর আগে স্মার্টফোনটির জন্য অনলাইনে প্রি-বুকিং দিতে পেরেছেন গ্রাহকরা। স্মার্টফোন বাজারে এই নতুন চমক নিয়ে আসে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। জেইসের সঙ্গে মিলে স্মার্টফোন বাজারের সিনেমাটোগ্রাফি জগতের সেরা এই ডিভাইসটি তৈরি করে ভিভো। বাংলাদেশে গত ২৭ মে স্মার্টফোনটি লঞ্চ হয়। এক্স৮০ ৫জি’র মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৬,৯৯০ টাকা।