ব্যবস্থাপকের চেয়ে রোবটে আস্থা বেশি

১৫ অক্টোবর, ২০১৯ ২২:৫৫  
উর্ধ্বতন ব্যবস্থাপকের চেয়ে রোবটের উপর বেশি আস্থা রাখে ৮৯ শতাংশ কর্মী। নতুন এক গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে। খবর গ্যাজেটস নাউ। ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান ওরাকল এবং গবেষণা প্রতিষ্ঠান ফিউচার ওয়ার্কপ্লেস এই গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে রোবটিং সেবা। জরিপে দেখা যায়, ভারতে ৮৯ শতাং, চীনে ৮৮ শতাংশ, সিঙ্গাপুরে ৮৩ শতাংশ, ব্রাজিলে ৭৮ শতাংশ, জাপানে ৭৬ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ৭৪ শতাংশ, অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ডে ৫৮ শতাংশ, ফ্রান্সে ৫৬ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৫৭ শতাংশ এবং যুক্তরাজ্যে ৫৪ শতাংশ কর্মী তাদের ব্যবস্থাপকের চেয়ে রোবটের উপর বেশি আস্থা রাখেন। ১০টি দেশের ৮ হাজার ৩৭০ জন কর্মী, ব্যবস্থাপক এবং মানবসম্পদ বিভাগের প্রধানের সাক্ষাতকারের মাধ্যমে এই গবেষণা কার্যক্রম চালানো হয়। এতে দেখা হয় এআই কীভাবে মানুষ এবং প্রযুক্তির মধ্যে সম্পর্কে পরিবর্তন আনছে। ডিবিটেক/বিএমটি