বিসিএস নির্বাচন: সমমনায় ৭ জন

২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৫৬  
আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে তথ্যপ্রযুক্তি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২০-২২ মেয়াদকালের নির্বাচনের ভোট গ্রহণ। ভোট সামনে রেখে আত্মপ্রকাশ করেছে দুইটি প্যানেল। এদের একটি চ্যালেঞ্জার ২০২১ এবং অন্য প্যানেলের নাম সমমনা। এপসিলন সিস্টেম অ্যান্ড সল্যুশন লিমিটেডের চেয়ারম্যান শাহিদ উল মুনিরের নেতৃত্বে গঠিত সমমনা প্যানেলের সদস্যরা হলেন- কম্পিউটার পয়েন্টের সিইও ইউসুফ আলি শামীম, স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান মোশাররফ হোসেন সুমন, ওরিয়েন্ট কম্পিউটারের ব্যবস্থাপনা পরিচালক জাবেদুর রহমান শাহীন, কম্পিউটার সিটি টেকনলোজি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ মনিরুল ইসলাম, পেরিন্যাল ইন্টারন্যাশনাল’র সিইও মোঝের ইমাম চৌধুরী পিনু এবং স্মার্ট প্রিন্টিং সল্যুশন পরিচালক মুজাহিদ আল বেরুনী।