বাংলাদেশের ৯ ই-শপে নিভিয়া

৪ জুন, ২০২০ ১২:৪১  
বাংলাদেশের ৯টি ই-কমার্স প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে করোনাকালে ব্যবসায় ধরে রাখতে উদ্যোগ নিয়েছে ত্বক পরিচর্যার বৈশ্বিক ব্র্যান্ড নিভিয়া।  এই ই-শপগুলো হচ্ছে দারাজ, চালডাল ডট কম ,স্বপ্ন ডট কম, সাজগোজ, ইওরেঞ্জ, শপারু, ঘরে বাজার, মীনাক্লিক ও শপআপ। যৌথ অংশীদারিত্বের মাধ্যমে বৃহস্পতিবার (৪ জুন) থেকে এই সেবা চালুর ঘোষণা দিয়েছেন নিভিয়ার ইন্টারন্যাশনাল বিজনেসের সহযোগী পরিচালক সুধানশু কৃষ্ণ। তিনি জানিয়েছেন, এখন থেকে নিভিয়ার সব পারসনাল কেয়ার ব্র্যান্ড বা পণ্যসামগ্রী এই ই-কমার্স সাইটগুলোতে মিলবে। এই সেবা বাস্তবায়নে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবউশন কোম্পানি (আইডিসি) বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডকে নিভিয়া পণ্যের ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হয়েছে। দারাজ বাংলাদেশ লিমিটেডের ক্যাটাগরি হেড অভ্র বড়ুয়া, চালডালের ডিরেক্টর অব সোর্সিং লুসবুন উদিতি প্রমুখ এই সেবা শুরু করার কথা নিশ্চিত করেছেন।