ফেসবুকে ভাইরাল ‘জয় জয় ছাত্রলীগ’

৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৯  
‘জয় জয় ছাত্রলীগ’ নতুন একটি দলীয় সঙ্গীত ভাইরাল হয়েছে অনলাইন সোশ্যাল মিডিয়া ফেসুবকে। নিজ সংগঠনকে নিয়ে রচিত এই গানে এ কণ্ঠ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। গোলাম রাব্বানী সোমবার তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে গানটির অংশ বিশেষের ভিডিও আপলোড দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন- শীঘ্রই আসছে, ছাত্রলীগের নতুন গান ♥ জয় জয় ছাত্রলীগ, বঙ্গবন্ধুর সৈনিক...জয় জয় ছাত্রলীগ, শেখ হাসিনার সৈনিক! প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় শুধু এই অংশবিশেষই দেখা হয়েছে ৬ লাখের ওপরে। গানের এই অংশবিশেষই শেয়ার করা হয়েছে ৬ হাজারের ওপরে। মন্তব্য করা হয়েছে ২ হাজার ৮ 'শ- এর বেশি। গানের এইটুকু দেখেই রশিদুল ইসলাম রাশেদ লিখেছেন, “চেষ্টা আর সাধনা করলে সফল হওয়া যায়, শুভ কামনা দেশরত্ন শেখ হাসিনার রত্ন প্রিয় Golam Rabbani ভাই।” ফাল্গুনি তান্বি লিখেছেন- ‘অসাধারণ হয়েছে ভাই। ♥’ তৌকির তপু নামের একজন লিখেছেন, 'ট্রেলারেই এতো চমক! পুরোটা প্রকাশ হলে না জানি আরো কতোটা অবাক হতে হবে!' আশরাফুল আলম নামে এক ব্যক্তি কমেন্টেসে লেখেন, ‘নিজেদের সংগঠনের গান নিজে গাইছেন, ব্যাপারটা ভাল। তবে অনেক এডিট করা লাগবে সুর। গলা তো আলহামদুলিল্লাহ।’ উত্তরে রাব্বানী লেখেন, ‘এডিট করবো, আশা করি শুনতে মন্দ লাগবে নাহ।’