ফিফা পরবর্তী যুগে ইএ, এফসি ২৪ প্রকাশ

২ অক্টোবর, ২০২৩ ০৪:৪০  

বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের উন্মাদনা জমে ওঠার আগেই নিজেদের প্রথম ফুটবল গেইম ‘এফসি ২৪’ প্রকাশ করেছে ভিডিও গেইম জায়ান্ট ‘ইলেকট্রনিক আর্টস (ইএ)’। তবে গেইমে যুক্ত করা হয়নি ‘ফিফা’র ট্যাগ। ফলে ফিফা ব্র্যান্ডিংয়ের বাড়তি সুবিধা পাচ্ছে না নতুন গেইমটি।

তারপরও ইএ প্রত্যাশা করছে, কোম্পানির সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজের ‘মোমেন্টাম’ ধরে রাখতে ও গেইমিং শিল্পে ধীরগতির বিরুদ্ধে লড়তে গেইমটি অগ্রগামী ভূমিকা রাখবে। যদিও ফিফা ট্যাগ ইএ’র সাফল্যের জন্য খুবই জরুরী মনে করছেন বিশ্লেষকরা।

তাদের এক অংশের মতে, তিন হাজার দুইশ কোটি ডলার বাজারমূল্যের ফ্রাঞ্চাইজটি কোম্পানির আয়ে সিংহভাগ অবদান রাখছে। যুক্তরাষ্ট্রে গেইমটির ‘স্ট্যান্ডার্ড’ সংস্করণের দাম প্রায় ৭০ ডলার। আর ‘আল্টিমেট’ সংস্করণের বেলায় তা বেড়ে দাঁড়ায় প্রায় একশ ডলারে।

প্রসঙ্গত, গত বছর ইএ ও ফিফা’র প্রায় তিন দশক দীর্ঘ সম্পর্কের অবসান ঘটে। সে সময় বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে, ইএ’র কাছ থেকে দ্বিগুণ বার্ষিক ফি অর্থাৎ ১৫ কোটি ডলার দাবি করছে ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।