ফাইনালে এক্সিবিটাস গর্জণ

২ মার্চ, ২০২৩ ১১:৪৫  

ইনপেসের বিপক্ষে ১৮ রানের জয় নিয়ে বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠলো এক্সিবিটাস গর্জণ। এর আগে ২০২৩ এর প্রথম সেমি ফাইনালে টসে জিতে শুষ্ক পিচে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ইনপেইস। ব্যাটিং শুরু করে এক্সিবিটাস গর্জণের স্ট্রাইকার শাওন। কিন্তু দলীয় ৪ রানে বাহাতি ব্যটসম্যান কনক-কে ফিরিয়ে দেয় বোলার মাইদুল। 

ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন ইনপেইস এর আশরাফ ইমন।

ওদিকে ব্যাট হাতে ২৯ বলে ৬টি ছক্কা এবং ৫টি চারের মারে এক্সিবিটাস গর্জণের মাহমুদুল হাসান পিয়াস করেছেন ৭১ রান। প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে এক্সিবিটাস গর্জণের সংগ্রহ ১৪২ রান। যদিও তাদের পরিকল্পনা ছিলো ২০০ রানের।

 জিততে ৯৬ বল থেকে ১৪৩ রানের টার্গেট নিয়ে মাঠে নামে ইনপেইস ব্যাটার শাহরিয়ার কমল ও জেড আরিফ। প্রথম বলেই উইকেট কিপারের হাতে জীবন ফিরে পান আরিফ। দু’জনে মিলে অর্ধশতক অতিক্রম করতেই ১৪ বলে ২১ রান তুলে আলমগীরের আউট স্যুইং বলে আউট হন কমল। পরের ওভারেই তালুবন্দি হন আরিফ। চতুর্থ উইকেট জুটিতে মাঠে নামেন আগের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ রাজিন নুরুদ্দীন। ইয়াসিন ভূঁইয়ার সঙ্গে জুটি গড়ে জ্বলে ওঠার আগেই ১৬ বলে ১৯ রান করে বাউন্ডারির কাছ থেকে ধরা পড়েন তিনি। টিভি রিপ্লেতে আউট হন। ৮৯ রানের মধ্যে ৫ উইকেট হারায় ইনপেস।  ইউকেট পতনের ধারাবাহিকতায় এক ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় তারা।  

ম্যাচে মাহমুদুল হাসানের অনবদ্য ব্যাটিংকে ম্লান করে বল হাতে আলগমগীর ২৯ রান দিয়ে একাই ৪ উইকেট শিকার করে হন ম্যান অব দ্য ম্যাচ। ব্রিট্র্যাক টেকনলোজিসের হেড অব সাপ্লাই চেইন এবিএম মশিউর রহমান আকন্দ এবং আয়োজনের শৃঙ্খলা উপ কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল আহসানের কাছ থেকে ক্রেস্ট ও ডামি চেক গ্রহণ করেন তিনি।

বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সহ-সভাপতি এবং আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ আয়োজক কমিটির আহ্বায়ক মো. রাশেদ আলী ভূইয়া, যুগ্ম আহ্বায়ক মো. আকতারুজ্জামান ভূইয়া শুরু থেকেই মাঠে উপস্থিত ছিলেন।