নষ্ট বদলে নতুন ল্যাপটপ!

১৬ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:০৩  
এবার নষ্ট বা পুরাতন ল্যাপটপ ও ডেস্কটপ দিয়ে নতুন ল্যাপটপ দিচ্ছে সিস্টেমআই টেকনোলজিস। এ নিয়ে  আগামী ৩১ অক্টোবর পর্যন্ত একটি অফার দিয়েছে প্রতিষ্ঠানটি। এই অফারে যেকোনো নষ্ট, অচল বা সচল যেকোনো পুরাতন ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে প্রয়োজনীয় টাকা দিয়ে যেকোনো কনফিগারেশনের ব্র্যান্ডের নতুন ল্যাপটপ নেওয়া যাবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরাতন ল্যাপটপের কন্ডিশন অনুযায়ী মূল্য নির্ধারণ করে নতুন ল্যাপটপের মূল্যের সঙ্গে সমন্বয় করা হবে। সাধারণ গ্রাহকের পাশাপাশি কর্পোরেট গ্রাহকরাও অফিসে ব্যবহৃত পুরাতন ল্যাপটপ এক্সচেঞ্জ করতে পারবেন। এ ব্যাপারে সিস্টেমআই টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন, সিস্টেমআই টেকনোলজিস গত পাঁচ বছর ধরে ল্যাপটপ এক্সচেঞ্জের বিশেষ অফার দিয়ে আসছে। তবে এবার এই অফারে ভিন্ন মাত্রা নিয়ে আসা হয়েছে। পুরাতন, নষ্ট এবং অকেজো ল্যাপটপ বা ডেস্কটপের বিনিময়ে নতুন ল্যাপটপ দেয়া হচ্ছে। । এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.systemeye.net/offer