নভোএয়ারে রবি’র ১০ শতাংশ ছাড়

১৭ জুলাই, ২০১৯ ০১:৪৭  
দেশে ও দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে নভোএয়ার-এর টিকেট কেনায় মূল ভাড়ার ওপর ১০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন রবির গ্রাহকরা। ধন্যবাদ প্রোগ্রামের আওতায় অনন্য এ অফারটি এনেছে অপারেটরটি। এ উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবির কাস্টমার লাইফসাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসের (সিএলএম অ্যান্ড আইবি) ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক এবং নভোএয়ার-এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজ-বাহ-উল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন। এসময় রবির লয়েলটি অ্যান্ড উইনব্যাকের ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার ও আহমেদ ইউ চৌধুরী এবং নভোএয়ার-এর মার্কেটিং অ্যান্ড সেলসের সিনিয়র ম্যানেজার এ কে এম মাহফুজুল আলম এবং মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশনের এক্সকিউটিভ এফ. এইচ. মাহাদি উপস্থিত ছিলেন।