নতুন রূপ পাচ্ছে গুগল গ্রুপ

১১ মার্চ, ২০২০ ০০:০৪  
গত দুই দশকে প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের একাধিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক এবং মেসেজিং সেবা বন্ধ করেছে। তবে আশ্চর্যের বিষয় হলো ২০০১ সালে চালু হওয়া গুগল গ্রুপ এখনও কার্যকর রয়েছে। এবার নতুন রূপ পাচ্ছে সেবাটি। খবর এনগ্যাজেট। অন্যান্য গুগল সেবাগুলোর একাধিকবার ইউআই আপডেট হলেও গুগল গ্রুপের চেহারা অনেকটা আগের মতোই আছে। আর তাই সেবাটিকে পুনরায় গুরুত্ব দিয়ে নতুনভাবে ডিজাইন করা হচ্ছে। নতুন ডিজাইনে ফিল্টারিং এবং সার্চ ঢেলে সাজানো হয়েছে। এছাড়া নতুন গ্রুপ তৈরি করাও সহজ হচ্ছে। আগ্রহীরা বেটা সংস্করণ ব্যবহারের জন্য সাইনআপ করার সুযোগ পাচ্ছেন। তবে নতুন ইন্টারফেস সকল ব্যবহারকারীর জন্যই বাধ্যতামূলক হবে। ডিবিটেক/বিএমটি