ড্রোন শো-তে বিশ্ব রেকর্ড

১০ এপ্রিল, ২০২১ ০১:৫৯  
চীনের বাজারে প্রবেশিধিকার প্রাপ্তির পর ড্রোন অনুষ্ঠান দিয়ে নতুন রেকর্ড গড়েছে হুন্দাইয়ের মালিকানাধীন প্রতিষ্ঠান জেনেসিস। সাংহাইয়ের আকাশে তিন হাজার ২৮১টি ড্রোন উড়িয়ে নিজেদের লোগো এবং অন্যান্য বিজ্ঞাপন প্রচার করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ড্রোন পরিচালনায় ‘কোরিওগ্রাফি সফটওয়্যার’ মূল ভূমিকা পালন করে। সফটওয়্যার ড্রোনকে একে অন্যের সঙ্গে ধাক্কা খাওয়ার হাত থেকে বাঁচিয়ে আগে থেকে ঠিক করে রাখা আকার তৈরি করতে সহযোগিতা করে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট জানিয়েছে, একসঙ্গে গত ২৯ মার্চ সবচেয়ে বেশি ‘আনম্যানড এরিয়াল ভেহিকেল’ উড়িয়ে এই রেকর্ডটি নিজেদের দখলে নিয়েছে জেনেসিস। এ সংক্রান্ত আগের গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডটি ভেঙে দিয়েছে প্রতিষ্ঠানটি। এতোদিন পর্যন্ত ‘শেনজেন ডামোডা ইন্টিলিজেন্ট কন্ট্রোল টেকনোলজির’ দখলে ছিল রেকর্ডটি। ২০২০ সালের সেপ্টেম্বরে তিন হাজার ৫১টি ড্রোন উড়িয়েছিল প্রতিষ্ঠানটি। তারও আগে রেকর্ডটি ছিল রাশিয়ার দখলে, তারা রেকর্ড হারানোর কয়েকদিন আগেই দুই হাজার দুইশ’ ড্রোন উড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছিল। এ ধরনের রেকর্ডে মার্কিন চিপ জায়ান্ট ইনটেলের খ্যাতি রয়েছে। ২০১৮ সালের জুলাইয়ে ক্যালফোর্নিয়ার ফলসমের আকাশে দুই হাজার ৬৬টি ড্রোন উড়িয়ে বিশ্ব রেকর্ড গড়ে তারা।