টেকনো ফোনে ২ হাজার টাকা ছাড়

১০ জানুয়ারি, ২০২০ ১৯:৫৮  
নতুন বছরে বিগ সেল অফারে বেশ কয়েকটি হ্যান্ডসেটে দুই হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। এই অফারে দুই হাজার টাকা ছাড়ে চার জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের ক্যামন ১২ এয়ার পাওয়া যাচ্ছে ১২ হাজার ৯৯০ টাকায়। এক হাজার টাকা ছাড়ে তিন বিজি র‍্যাম ও ৩২ জিবি রমের স্পার্ক ৪ মডেলের হ্যান্ডসেটটি মিলছে ১০ হাজার ৯৯০ টাকায়। স্পার্ক ৪ এয়ার পাওয়া যাচ্ছে ৯ হাজার ৪৯০ টাকা। স্পার্ক গো দুই জিবি র‍্যাম ও ১৬ জিবি রম সংস্করণটি পাওয়া যাচ্ছে ৭ হাজার ৬৯০ টাকায়; একই মডেলে এক জিবি র‍্যাম ও ১৬ জিবি রম সংস্করণটি পাওয়া যাচ্ছে ৬ হাজার ৯৯০ টাকায়। টেকনোর পরিবেশক প্রতিষ্ঠান ট্রানশান বাংলাদেশ লিমিটেড জানিয়েছে, গত ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই ছাড় পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।