টুইটারে আসছে নতুন ফিচার

৮ আগষ্ট, ২০১৯ ১২:১১  
অবাঞ্ছিত নোটিফিকেশন থেকে গ্রাহকদের মুক্তি দিতে স্নুজ অপশন আনছে টুইটার। তারা এমনই একটি ফিচার নিয়ে কাজ করছে বলে জানা গেছে। অ্যাপ বিশেষজ্ঞ জেন মানছুন ওং প্রথম বিষয়টি জনসমক্ষে এনেছেন। তার মতে, এই ফিচার যুক্ত হলে টুইটার ব্যবহারকারীরা এক ঘণ্টা, তিন ঘণ্টা এবং ১২ ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় নোটিফিকেশনের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। নিজের ব্লগ পোস্টে এ নিয়ে বিস্তারিত ব্যখ্যা করেছেন তিনি। জানা গিয়েছে, অ্যাপের নোটিফিকেশন ট্যাবের উপরের দিকে থাকবে এই স্নুজ অ্যাপ। এটিতে টাচ করে গ্রাহকরা এর স্নুজ ডিউরেশন স্থির করতে পারবেন। সেটি অ্যাকটিভ হয়ে গেলে, সেই নির্ধারিত সময়ের জন্য টুইটারের পক্ষ থেকে গ্রাহকের কাছে কোনও পুশ নোটিফকেশন যাবে না।