জাল কমিটির দুষ্টচক্রে আইআইজিএবি!

৬ জুন, ২০২৪ ১৮:৫১  

প্রায় এক দশক পর নতুন রূপে পুণর্গঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইআইজিএবি)। দুই ব্যক্তির মধ্যে সাংগঠনিক কাঠামোকে আটকে না রেখে তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্যিক সংগঠন বেসিস এর আদলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে নিরবিচ্ছিন্ন ব্যান্ডউইথ সরবরাহকারী এই সংগঠনটির পরিচালনায় নিয়োজিত কার্য নির্বাহী কমিটি। তবে বণ্টিত দায়িত্ব অনুযায়ী অংশগ্রহণমূলক হিসেবে গঠিত হতে যাওয়া নতুন কমিটি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ফেইক প্রচারণা। কমিটি গঠনের আগেই একটি জাল কমিটির তালিকা বিভিন্ন আইআজি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হয়েছে।

অথচ ওই কমিটিতে থাকা অধিকাংশ ব্যক্তি এ বিষয়ে নিজেদের সংশ্লিষ্টতা নেই বলেও নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে তারা আলাপ করতেও ‘রুচীকর’ নয় বলে জানিয়েছেন। এই প্রচারণাকে কায়েমী স্বার্থবাদীদের চক্রান্ত বলে অভিহিত করেছেন কেউ কেউ। তাদের বক্তব্য অনুযায়ী, এখনো কোনো কমিটি গঠন হয়নি। বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। কেউ কেউ অতি উৎসাহি হয়ে সাংগঠনিক শালীনতা পরিহার করে ওই পত্র প্রকাশ করে এই সংগঠনিটর মধ্যেও বিভ্রান্তি ও বিভক্তি টানতে চাইছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জানিয়েছেন, জনৈক সদস্য অপর আরেকটি সংগঠনের পরিচালনায় থেকে আবার এই সংগঠনে নিজেকে সংযুক্ত করতে গিয়ে এমন লেজে গোবর পাকিয়ে ফেলেছেন। তালিকাটিতে ৬ জুনের তারিখ দিলেও সেটি আগেই বিভিন্ন জনের সঙ্গে শেয়ার করা হয়। তাই এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আইআইজিবি ২০২৪-২৬ মেয়াদে মনোনীত কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে প্রচারিত জাল তালিকাটি বিষয়ে তালিকায় নাম থাকা সামিট কমিউনিকেশনের প্রতিনিধি খালিদ রায়হান জানিছেন, গত ২ জুন কমিটি গঠন নিয়ে একটি বৈঠকে তিনি ছিলেন। সেখানে তিনি সামিট থেকে কমিটিতে থাকার আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন মনোনীত ইসিতে তার নামও ছিলো। তখন গঠনতন্ত্র অনুযায়ী, বেসিস এর মতো কমিটি গঠনের বিষয়ে ভোটে চূড়ান্ত হয়েছিলো। পরে এটি আনুষ্ঠানিক ভাবে জানানোর কথা ছিলো। শনিবার এ বিষয়ে একটি মিটিং আছে। তাই বিষয়টি চূড়ান্ত কিছু নয়। আর যে তালিকাটা ছড়ানো হয়েছে তার সঙ্গেও তার কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি বলেছেন, এই তালিকা বিষয়ে আমার ধারণা নেই। যারা এই তালিকা করেছেন তারা আমার সাথে কোনো কথা বলেননি।

অপরদিকে একইভাবে একই পদের সদস্য হিসেবে নাম থাকা ফাইবার অ্যাটহোম এর প্রতিনিধি মোঃ মশিউর রহমান বলেছেনন, "এখনো কোনো কমিটি গঠন করা হয়নি। যতদূর জানি, আমাদের প্রতিষ্ঠান এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা এখনো কোনো প্যানেল বা দলের সঙ্গে থাকার বিষয়ে সম্মতি দেইনি।”

অপরদিকে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে স্কাইটেল কমিউনিকেশন লিমিটেডের এম এ সালাম ব্যস্ত থাকায় তার ব্যবসায়ী অংশীদার জিয়া শামস জানিয়েছেন, এম এ সালাম নিজে থেকে এখনো প্রার্থী হননি। কেউ একজন তার নাম প্রস্তাব করেছে। তবে কোনো কমিটি এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শনিবারের বৈঠক শেষে এটা বলা যাবে।

একইভাবে জাল এই তালিকায় সভাপতি হিসেবে নিজের নাম থাকলেও এর সঙ্গে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেননি ম্যাংগো টেলিসার্ভিসেস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ মান্নান খান।  

এ বিষয়ে আইআইজিএবির মহাসচিব আহমেদ জুনায়েদ বলেছেন, এমন ঘটনায় আমি বিস্মত ও বিব্রত বোধ করছি। তবে সংগঠনের বাইরে থেকে যে বা যারাই এই শিশুসুলভ কাজটি করুক না কেন তাতে লাভ হবে না। যারা ২০২৭ সালের পর আইআইজি লাইসেন্স নবায়ন না করার পক্ষে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে সংগঠনের বিরুদ্ধে কাজ করছেন সাধারণ সদস্যরা নিজেদের কল্যাণেই সংগঠনের সদস্যরাই শনিবার সেই পথে বাধা হয়ে দাঁড়াবেন। কোন দুষ্টচক্রই এখানে সফল হবে না ইনশাআল্লাহ।

https://digibanglatech.news/news24x7/local/telecom/133076/?swcfpc=1