চীন থেকে সরে যাচ্ছে টিকটক

২৮ মে, ২০২০ ২৩:৩৭  
আমেরিকার নানা ধরনের বিধিনিষেধে অতিষ্ঠ হয়ে ধীরে ধীরে চীন থেকে নিজেদের ‘ক্ষমতার কেন্দ্র’ সরিয়ে নিচ্ছে চীনের বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক। প্রতিষ্ঠানটির কিছু কার্যক্রমের কথা তুলে ধরে এমন খবর দিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, টিকটক তাদের বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ এবং গবেষণার ক্ষমতা সংক্রান্ত সব ব্যবস্থা চীন থেকে সরিয়ে নিচ্ছে। ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে তারা একটি গবেষণাগার বাড়িয়েছে। কোম্পানির এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইতিমধ্যে তারা সেখানে ১৫০ জন ইঞ্জিনিয়ারকে নিয়োগও দিয়েছেন। চীন থেকে সরে যাওয়ার প্রথম প্রকাশ্য সিদ্ধান্ত টিকটক নিয়েছে নতুন সিইও নিয়োগের মাধ্যমে। ডিজনির স্ট্রিমিং প্রধান কেবিন মেয়ারকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার পাশাপাশি মেয়ার প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার হিসেবেও দায়িত্ব পেয়েছেন।