গুগলে শীর্ষে ডিজনি প্লাস

১৪ ডিসেম্বর, ২০১৯ ১২:২৫  
চলতি বছরে যে বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে তা নিয়ে ‘টপ ট্রেন্ডিং সার্চ টার্ম’ তালিকা প্রকাশ করেছে গুগল। তালিকায় শীর্ষস্থান দখল করেছে নেটফ্লিক্স প্রতিদ্বন্দ্বী স্ট্রিমিং সেবা ডিজনি প্লাস। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, এ বছরের শীর্ষ অনুসন্ধান তালিকায় রয়েছে, মার্ভেল চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জারস এন্ড গেম’, এইচবিও টিভি সিরিজ ‘গেম অফ থ্রোনস’ এবং লিল ন্যাস এক্সের গাওয়া গান ‘ওল্ড টাউন রোড’, প্রাকৃতিক দূর্যোগ ‘হারিকেন ডোরিয়ান’র মতো বিষয়। ‘টপ টেন ট্রেন্ডিং’ তালিকায় রয়েছে যথাক্রমে ১. ডিজনি প্লাস ২. ক্যামেরন বয়েস ৩. নিপসি হাসল ৪. হারিকেন ডোরিয়ান ৫. অ্যান্টোনিও ব্রাউন ৬. লুক পেরি ৭. অ্যাভেঞ্জারস এন্ডগেইম ৮. গেম অফ থ্রোনস ৯. আইফোন ১১ ১০. জাসি স্মলেট