গান-সিনেমা-টিভি শো-কে ছাড়িয়ে যাবে গেমিং শিল্প

২৮ ফেব্রুয়ারি, ২০২০ ২১:০১  
আকারে গেমিং শিল্পের বাজার গান, নাটক-সিনেমা এবং টিভি শো’র বাজারকে ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। মাইক্রোসফট সিইও সত্য নাদেলার সাঙ্গে আলাপ চারিতায় এমন মন্তব্য করেন তিনি। মুকেশ আম্বানি বলেন, “যদিও ভারতে গেমিং বাজার সেভাবে নেই। তবে ক্লাউড এবং ব্রডব্যান্ড কানেক্টিভিটির মাধ্যমে এখানে গেমিং শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে।” “আমাদের অনেকেরই গেম সম্পর্কে সঠিক ধারণা নেই। এটা কল্পনা করা বেশ কঠিন, কিন্তু গেমিং সঙ্গীত, নাটক এবং টিভি শো-কে এক জায়গায় করার পরও এর চেয়ে বড় হবে”- যোগ করেন তিনি। খাত সংশ্লিষ্ট উপাত্ত তুলে ধরে তিনি বলেন, অধিকাংশ স্মার্টফোন ব্যবহারকারী দিনে অন্তত এক ঘণ্টা মোবাইলে গেম খেলেন। গত কয়েক বছর ধরে মোবাইল গেমের বিস্তার বড় পরিসরে গেমিং ইকো সিস্টেম তৈরি করেছে। বৈশ্বিক ভাবে গেমিং পণ্য বাড়ছে। ভারতেই গেম তৈরি হচ্ছে।