কর্মশালায় বিটিআরসি-তে পালিত হলো ইউএ ডে

২৮ মার্চ, ২০২৩ ১৩:৩৩  

অংশীজন সভার পর বাংলা বর্ণতেও ই-মেইল ঠিকানা লেখার কারিগরি দিক নিয়ে কর্মশালার মধ্য দিয়ে মঙ্গলবার প্রথম বারের মতো বাংলাদেশেও পালিত হলো ইউনির্ভার্সেল একসেপ্টেন্স ডে। রাজধানীর রমনার বিটিআরসি সম্মেলন কেন্দ্রে সাইবার জগতে বাংলা ভাষার সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে দুই দিনের এই কর্মশালায় অংশ নেন ১৩৭ জন অংশীজন।  এদের মধ্যে সরকারি-বেসরকারি, শিক্ষক, ব্যবসায়ী এমনকি বিশেষভাবে সক্ষমরাও অংশ নেন।  

কর্মশালার উদ্বোধন করেন বিটিআরসি’র ইঅ্যান্ডও বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এহসানুল করিম।

বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের মহাসচিব মোহাম্মাদ আব্দুল হকের সঞ্চালনায় এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সংযুক্ত ছিলেন আইকান আইডিএন প্রোগ্রাম সিনিয়র ম্যানেজার পিতিনান কোরমোরপান্তা।

দীর্ঘ উপস্থাপনায় তিনি বাংলা ই-মেইলের অবকাঠামো কেমন হবে তাও হাতে কলমে দেখিয়েছেন।

কর্মাশালা পরবর্তী আলোচানায় অংশ নিয়ে বিএনএনআরসি সিইও এএইচএম বজলুর রহমান ও আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া নানা পরামর্শ দেন।

আলোচনায় উঠে এসেছে ইউনিকোড কনসোর্টিয়ামে বাংলাদেশের অংশগ্রহণ জোরদার করার পাশাপশি এর বাণিজ্যিক সুবিধা ও প্রচারকে ত্বরান্বিত করতে একটি জাতীয় কমিটি গঠনের।

ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (ICANN) এর সহযোগিতায় যৌথভাবে  এই দিবসটি পালন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) এবং বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম (BIGF)।