এপ্রিলে কমেছে ২৪ লাখ সক্রিয় সিম!

১৯ জুন, ২০২০ ১২:৩৬  
বছরের শুরুতেই ১০ কোটির নতুন মাইলফলক অতিক্রম করে দেশের মোবাইল গ্রাহক সংখ্যা। মার্চে সক্রিয় সিমের সংখ্যা পৌঁছে ১৬ কোটি ৫৩ লাখ ৩৭ হাজারে। কিন্তু এক মাস বাদেই এপ্রিলে এই সংখ্যা কমে দাঁড়ায় ১৬ কোটি ২৯ লাখ ২০ হাজারে। অর্থাৎ বানরের তৈলাক্ত বাঁশ ওঠা নামার গল্পের মতো এক মাসে সক্রিয় মোবাইল সিম সংখ্যা কমেছে ২৪ লাখ ১৭ হাজার। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্রকাশিত সর্বশেষ গ্রাহক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিটিআরসি’র তথ্য অনুযায়ী, টানা ৯০ দিন কোনো সিম এক বারের জন্যও ব্যবহৃত না হলে ওই সংযোগ নিষ্কৃয় হিসেবে ধরা হয়। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এপ্রিলে গ্রামীণফোনের সক্রিয় সিমের সংখ্যা ছিলো ৭ কোটি ৪৩ লাখ ৬১ হাজার। একইভাবে রবি’র সক্রিয় সিম সাংখ্যা ৪ কোটি ৮৮ লাখ ৪৩ হাজার, বাংলালিংক এর ৩ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার এবং টেলিটক এর সক্রিয় সিম সংখ্যা ছিলো ৪৮ লাখ ৪০ হাজার। পরিসংখ্যান অনুযায়ী, ২৪ লাখ ১৭ হাজার সংযোগ কমার সময়ে গ্রাহক সংখ্যায় শীর্ষে থারা অপারেটর গ্রামীণফোনে হারিয়েছে প্রায় ১০ লাখ, রবি হারিয়েছে প্রায় ৯ লাখ, বাংলালিংক প্রায় চার লাখ এবং টেলিটক প্রায় ৭৩ হাজারের মতো সংযোগ হারিয়েছে। মোবাইলের গ্রাহক ও ইন্টারনেট কমে যাওয়া বিষয়ে জানতে চাইলে মোবাইল অপারেটর বাংলালিংক এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স তাইমুর রহমান বলেন, "কোভিড-১৯ এর কারণে গত কয়েক মাস ধরে দেশব্যাপী লকডাউন চলায় অনেক সম্ভাব্য গ্রাহক সেবা নিতে পারেনি। অনেক গ্রাহকই মোবাইল রিচার্জ করতে অসুবিধার সম্মুখীন হয়েছে। পরিস্থিতি বিবেচনায় গ্রাহকের স্বার্থে আমরা মেয়াদ বাড়িয়ে দিয়েছিলাম এবং ফ্রি এসএমএস সুবিধা দিয়েছিলাম যাতে তারা এই কঠিন সময়ে সংযুক্ত থাকতে পারে। তারপরও এপ্রিল মাসে এসে গ্রাহক কিছুটা কমেছে। তবে এই কঠিন সময়ের সব চ্যালেঞ্জ নিয়েই আমরা আমাদের গ্রাহকদের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ।