একটা কিনলে একটা ফ্রি!

৮ অক্টোবর, ২০১৯ ১৭:২৮  
আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে দেশী ২০ ই-কমার্স প্রতিষ্ঠানের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘১০-১০’ নামের অনলাইনে কেনাকাটার উৎসব। দশ দিনের এই উৎসবে সর্বোচ্চ ৭০% পর্যন্ত ছাড় ঘোষণা করেছে আজকের ডিল। এর বাইরেও সারা দেশে অনলাইন কেনাকাটা জনপ্রিয় করা এবং ভোক্তাদের মানসম্মত ও বিশ্বাসযোগ্য সেবা প্রদানের ব্যাপারে সকলের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে ক্রয়কৃত পণ্য বিনামূল্যে গ্রাহকের হাতে পৌঁছে দেয়া এবং বিকাশে মূল্য পরিশোধে ১০ শতাংশ ক্যাশ ব্যাক সুবিধা দেয়া হচ্ছে। এছাড়াও উৎসবকালীন সময়ে একটি পণ্য কিনলে তার সঙ্গে আরো একটি পণ্য ফ্রি দেওয়ার কথা জানিয়েছেন আজকের ডিল প্রধান নির্বাহী ফাহিম মাসরুর। প্রসঙ্গত, দশ দিনের এই অনলাইন কেনাকাটা উৎসবের ডেলিভারি পার্টনার ডেলিভারি টাইগার।