এই বসন্তে ৫জি ফোন আনছে গুগল!

১০ অক্টোবর, ২০১৯ ১৪:০৪  
চীনে ৫জি ফোন উৎপাদন শুরু করেছে গুগল। অল্প দিনের মধ্যেই পিক্সেল ৪ মডেলের এই ফোনটি অল্পদিনের মধ্যেই ভিয়েতনামেও উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ব্লগ নেটওয়ার্ক এনগেজেট। আগাম খবর দেয়ায় খ্যাতিমান টিপস্টারদের বরাত দিয়ে খবরের কাগজ নিক্কি জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর গুগলের পিক্সেল ৪ ইভেন্ট অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। সেখানেই ৫জি মডেলের বেশ কিছু পণ্য ও সেবার ঘোষণা দিতে পারে গুগল। তবে ৫জি নেটওয়ার্কের জন্য তৈরি পিক্সেল ৪ স্মার্টফোনটির টেস্ট প্রোডাকশন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে নিক্কি তাদের নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সাশ্রয়ী মূল্যে পিক্সেল ‘৪-এ’ ফোনের পাশাপাশি ৫জি সংস্করণের ফোন উন্মোচন করতে গুগল-কে ২০২০ সালের বসন্ত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তাই যারা মনে করছেন, পিক্সেল ৪ সংক্রান্ত তথ্য ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে, তাদের জন্য থাকছে সুখবর। কিন্তু ৫জি সংস্করণের এই ফোনটির এলটিই মডেলগুলিতে স্ন্যাপড্রাগন ৮৫৫ ব্যবহার করবে বলে ধারণা করা করা হচ্ছে।