এ বছর মিলবে ১১৭টি নতুন ইমোজি

১ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৪৫  
প্রতিবছরই ইমোজির তালিকা দীর্ঘ হচ্ছে। তারই ধারাবাহিকতায় এ বছর দেখা মিলবে ১১৭টি নতুন ইমোজির।২০২০ সালে উন্মোচনের জন্য নতুন ইমোজি চূড়ান্ত করেছে ইউনিকোড কনসোর্টিয়াম। ইমোজির জন্য নীতিমালা নির্ধারণ ও নতুন ইমোজির অনুমোদন দিয়ে থাকে সংস্থাটি। এবার ‘ইউনিকোড ইমোজি ১৩.০’ তালিকায় ইউনিকোড কনসোর্টিয়াম যে ১১৭টি ইমোজির অনুমোদন দিয়েছে, তার মধ্যে ৬২টি সম্পূর্ণ নতুন ইমোজি। অর্থাৎ এ বছর সম্পূর্ণ নতুন ৬২টি ইমোজি দেখা যাবে। বাকি ৫৫টি ইমোজি মডিফায়েড। নতুন ইমোজির তালিকায় এবার উভলিঙ্গদের জন্যও আলাদা ইমোজি রয়েছে (ফ্ল্যাগ এবং সিম্বল)। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে নতুন ইমোজিগুলো যুক্ত করার কাজ শুরু করবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ইমোজিগুলো আগের চেয়ে আরও বেশি ভাব প্রকাশে সহায়ক হবে। নতুন ইমোজিগুলো দৈনন্দিন আলাপচারিতাকে আরও বেশি আনন্দময় করে তুলবে। যেমন হাসিমুখ কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ছে এবং হাতের আঙ্গুলগুলো চিমটির মতো ধরা। অনেকটা ইতালিয় হাতের ইশারার মতো। এছাড়া ইমোজিগুলোতে বিভিন্ন রকমের স্কিনটোন ছাড়াও বিশেষভাবে থাকছে লিঙ্গভিত্তিক অপশন। আপাতত ইমোজিগুলো তৈরি করা হয়েছে শুধু নারী ও পুরুষ অথবা নারী-পুরুষ একসঙ্গে।