অ্যাভিড টেকনোলজিকে কিনছে এসটিজি

১০ আগষ্ট, ২০২৩ ০৮:৩৪  

প্রাইভেট ইক্যুইটি প্রতিষ্ঠান সিম্ফোনি টেকনোলজি গ্রুপ (এসটিজি) অপর জনপ্রিয় মিডিয়া এডিটিং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাভিড টেকনোলজি ইনকর্পোরেশনকে কিনে নেয়ার ঘোষণা দিয়েছে। বুধবার এসটিজির বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, অ্যাভিডকে কিনতে প্রায় ১.৪ বিলিয়ন ডলার খরচ করতে সম্মত হয়েছে এসটিজি।

চুক্তির আওতায়, অ্যাভিড শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারের জন্য নগদ ২৭.০৫ ডলার পাবেন বলে এক বিবৃতিতে জানানো হয়।

চলতি বছরের চতুর্থ প্রান্তিকের মধ্যে কেনাবেচার কাজটি শেষ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

১৯৮৭ সালে প্রতিষ্ঠিত অ্যাভিড মূলন বিনোদন খাতের জন্য এডিটিং সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করে থাকে। তাদের মিডিয়া কম্পোজার, মিডিয়াসেন্ট্রাল এবং এয়ারস্পিড ব্যবহার করে ব্লকবাস্টার সিনেমা টম গান – ম্যাভেরিক, অ্যাভাটার – দ্য ওয়ে অব ওয়াটার ইত্যাদি সিনেমার কাজ করা হয়েছে।

অন্যদিকে, এসটিজির বর্তমানে ১০ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। এছাড়া কোম্পানি প্রযুক্তি খাতের অর্ধশতাধিক কোম্পানিতে বিনিয়োগ করেছে।

ডিবিটেক/বিএমটি