১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁসের বিষয়ে যা জানা গেলো

২৩ জুন, ২০২৫  
২৩ জুন, ২০২৫  
১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁসের বিষয়ে যা জানা গেলো

সম্প্রতি “১৬ বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস” শিরোনামে একটি খবর প্রযুক্তি বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। তবে এটি কোনো একটি নির্দিষ্ট কোম্পানির তথ্যভাণ্ডারের সাইবার আক্রমণ নয়। বরং এটি বহু পুরোনো ও নতুন তথ্য ফাঁসের সংমিশ্রণে তৈরি একটি বৃহৎ ডেটাসেট, যা একত্র করেছে সাইবারনিউজের গবেষকরা। খবর দ্য ভার্জ।

গবেষকদের মতে, ২০২৫ সালের শুরু থেকে তারা ৩০টি আলাদা ডেটাসেট খুঁজে পেয়েছেন, যার প্রতিটিতে কয়েক কোটি থেকে ৩.৫ বিলিয়ন পর্যন্ত রেকর্ড রয়েছে। সব মিলিয়ে মোট ১৬ বিলিয়নেরও বেশি রেকর্ডের সন্ধান মেলে—যার একটি বড় অংশ সম্ভবত ইনফোস্টিলার ম্যালওয়্যার ও পূর্ববর্তী ডেটা লিক থেকে এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে করণীয়ের কোনো পরিবর্তন নেই।

  •     প্রতিটি সাইটে আলাদা, জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন।
  •     একটি নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।
  •     দুই স্তরের অথেনটিকেশন চালু করুন।
  •     সম্ভব হলে পাসওয়ার্ডের বিকল্প যেমন পাসকি বা সিকিউরিটি কি ব্যবহার করুন।

ব্যক্তিগত সাইবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এগুলোই এখন সবচেয়ে কার্যকর উপায়।

ডিবিটেক/বিএমটি