অ্যাপলের বিপক্ষে এপিকের আংশিক জয়

২৫ আগষ্ট, ২০২০ ১৪:৫৪  
অ্যাপলের বিপক্ষে আইনি লড়াইয়ে একাংশে জয় পেয়েছে এপিক গেমস। তবে এপিকের ফোর্টনাইটকে নয়,তাদের আনরিয়েল ইঞ্জিন ব্যবহার সীমিত করার বিপক্ষে রায় দিয়েছেন আদালত। আদালতের ভাষ্য, অ্যাপল অবশ্যই ফোর্টনাইট গেমের বিরুদ্ধে নিতে পারে। তবে অ্যাকাউন্ট বন্ধ করে ডেভেলপারদের বহুল ব্যবহৃত কম্পিউটার গ্রাফিক্স সফটওয়্যার আনরিয়েল প্লাটফর্মটির প্রবেশাধিকারে বাধা দিয়ে প্রতিশোধ নিতে পারে না। সোমবার গভীর রাতে মামলা রায়ে বিচারক ইভোনে গঞ্জালেজ রজার্স লিখেছেন, "এপিক গেমস এবং অ্যাপলের একে অপরের বিরুদ্ধে মামলা করার স্বাধীনতা রয়েছে, কিন্তু তাদের ব্যবহারকারীদের জন্য বিপর্যয় সৃষ্টি করতে পারে না।" একই রায় অনুসারে,ইন-অ্যাপ পারচেস বিধি লঙ্ঘন করায় বন্ধকরা ফোর্টনাইটকে ফিরিয়ে আনার প্রয়োজন হবে না অ্যাপলকে। শুধু আনরিয়েল ইঞ্জিনকে চালু রাখতে হবে।