অ্যাপ ছাড়াই উবার বুকিং

১৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০৩  
নিজস্ব অ্যাপ বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ছাড়া ভিন্ন উপায়ে সেবা দেয়ার পরীক্ষা চালাচ্ছে উবার। ২০০৯ বা তার আগে যেভাবে গাড়ি ভাড়া নেয়া যেতো ঠিক তেমনই ফিচার আনতে যাচ্ছে কোম্পানিটি। আর নতুন এই সেবার ফলে ফোন থেকে কল করেই ব্যবহার করা যাবে উবার। পরীক্ষামূলকভাবে আরিজোনাতে নতুন এই সেবা চালু করেছে উবার। ১-৮৩৩-USE-UBER নাম্বারে কল করেই বুকিং করার যাবে সেবাটি। কল করার পর একজন উবার অপারেটর গ্রাহকের বিস্তারিত তথ্য নেবে, ভাড়ার ধারণা দেবে এবং গাড়ি অর্ডার করে দেবে। এরপর উবার এসএমএসের মাধ্যমে গাড়ি ও গাড়ি চালকের তথ্য এসএমএস করবে। একইসাথে গাড়িটি কখন পৌঁছাবে সেটিও জানিয়ে দেবে। রাইড শেষ হলে রিসিপ্টও এসএমএসের মাধ্যমে জানান দেবে উবার। আপনার যদি আগে থেকেই উবার অ্যাকাউন্ট থাকে তাহলে যে পেমেন্ট সেবা ব্যবহার করেছেন সেটির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। অন্যথায় প্রথমবারের মতো কল করলে সাইনআপ করতে হবে। মূলত অ্যাপের মাধ্যমে উবার যেসব তথ্য সংরক্ষণ করে, এক্ষেত্রেও সেভাবে তথ্য সংরক্ষণ করবে উবার। আগামীতে নতুন সেবাটি বিশ্বের অন্যান্য স্থানেও চালু করা হবে কিনা সেটি জানায়নি উবার। ডিবিটেক/বিএমটি