অনলাইনে কোরবানির পশুর হাট
শখের বশে নয়, বরং প্রয়োজনের তাগিদে এখন অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। অনলাইনে কেনাকাটা সহজ হওয়ায় ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রায় ঝক্কিঝামেলা ছাড়াই অনলাইনে পাওয়া যাচ্ছে প্রায় সবধরনের জিনিসপত্র।
আর কদিন পরই কোরবানির ঈদ। এ ঈদের অনেকের চিন্তাভাবনা প্রস্তুতি থাকে কোরবানির পশু কেনাকে ঘিরে। তবে ব্যস্ত নগরীর মানুষের জীবনকে সহজ করে দিতে আপনার ঘরেই নিয়ে এসেছে হাট। পরিবারের সব সদস্যকে দেখিয়েই কিনতে পারবেন এবারের কোরবানির পশুটি! শুরুর দুয়েক বছর টুকটাক বিক্রি হলেও এখন এ ভার্চুয়াল হাট বেশ সরগরম।
দারাজ : দেশের সবচেয়ে বড় অনলাইন শপ দারাজ বাংলাদেশ (daraz.com.bd) বসাচ্ছে দ্বিতীয়বারের মতন পশুর হাট। ই-হাটের বিশেষত্ব হলো প্রতিটি গরু শতভাগ অর্গানিক এবং গরুগুলো লালন-পালন করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জের নারী উদ্যোক্তারা। দারাজ নন্দিনীর উদ্যোগে অ্যাকশনএইডের সহায়তায় গরুগুলো নিয়ে আসা হচ্ছে প্রত্যন্ত গাইবান্ধা থেকে। ক্রেতারা খুব সহজেই কোরবানির পশুর সব বিস্তারিত বিষয় জেনে গরুর ভিডিও দেখে দারাজ অ্যাপে (daraz app) তা অর্ডার করতে পারবেন।
দারাজ বাংলাদেশের হেড অব পিআর, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন শায়ন্তনি তিশা বলেন, ‘গেল বছরের তুলনায় এ বছর অনলাইনে পশু কেনাবেচা আরও বাড়বে। ঈদের এখন বেশ কিছুদিন বাকি তার পরও বেশ কিছু গরু বিক্রি হয়ে গেছে। শতভাগ অর্গানিক গরু ফ্রি ডেলিভারি, বিশেষ ভাউচার ও ব্যাংক পেমেন্ট পার্টনারদের মাধ্যমে ব্যাংক ডিসকাউন্টে কোনো রকম ঝক্কিঝামেলা ছাড়াই কিনে নিতে পারেন আপনার পছন্দের গরুটি।
সাইটটি ঘুরে দেখা গেল, বিভিন্ন দামের পশু রয়েছে। আকৃতি ও জাতভেদে রয়েছে দামের পার্থক্য। ১০৭টি গরুর সমারোহে সাজানো এ হাটে রয়েছে ৪২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,৩০,০০০ টাকার গরু। দারাজে গরু অর্ডার করার শেষ তারিখ ৫ আগস্ট আর গরুগুলো ডেলিভারি শুরু হয়ে যাবে ৯ তারিখ থেকে।
বিক্রয় ডটকম : দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডট কম পাঁচ বছর ধরে পশুর হাট বসাচ্ছে নিজেদের সাইটে। এবারও আছে। এই হাটে যেকোনো বিক্রেতাই নিবন্ধন করে পশু বিক্রি করতে পারছেন। এমনকি গ্রামের সাধারণ গৃহিণীরাও। সাইটটি ঘুরে দেখা গেল, বিভিন্ন দামের পশু রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের বিক্রেতারা তাদের পশুর বিজ্ঞাপন দিয়েছেন। আকৃতি ও জাতভেদে রয়েছে দামের পার্থক্য। পাওয়া যাচ্ছে ৪৫ হাজার থেকে শুরু করে ২ লাখ টাকা দামের গরু। তবে লাখ টাকার নিচের গরুর সংখ্যাই বেশি।
রয়েছে কোরবানির ছাগলও। দাম ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে। বিক্রয় ডটকম থেকে এসব পশু কিনতে হলে আগ্রহী ক্রেতাদের পশুর ছবি দেখে সেগুলোর নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। চাইলে সরাসরি গিয়ে দেখেও কেনা যাবে।
বিক্রয়ের বিপণন বিভাগের প্রধান ঈশিতা শারমিন জানান, বিক্রয় হচ্ছে অনলাইনে কোরবানির পশু বেচাকেনার অগ্রদূত। গত পাঁচ বছর ধরে ঈদুল আজহা উপলক্ষে বিক্রয় কোরবানি পশুর পসরা নিয়ে আসছে। বিগত বছরগুলোয় ঈদুল আজহায় আমরা গ্রাহকদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছি। এ বছর আমরা গ্রাহকদের জন্য আরও বেশি সংখ্যক কোরবানির পশু নিয়ে এসেছি। প্রতিবছর গ্রাহক চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি হয়ে থাকে, আর আমরাও সেই অনুযায়ী আমাদের সেবার মান উন্নত করতে সচেষ্ট থাকি। গ্রাহক ছাড়াও আমাদের প্ল্যাটফর্ম থেকে হাজারো বিক্রেতা উপকৃত হয়ে থাকে। আর ঈদের আনন্দকে দ্বিগুণ করতে বিরাট হাট কন্টেস্ট তো রয়েছেই।
সাইটটিতে গতবারের মতো এবারও চলছে #BiratHaat শিরোনামে প্রচারণা ও অফার। ফেসবুকে চলা এ ক্যাম্পেইনে বিক্রয়ের ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে পছন্দের পশুর বিজ্ঞাপনের লিংক টাইপ করে শেয়ার করতে হবে। বেশি সংখ্যক লাইক, কমেন্ট এবং শেয়ার করা পোস্ট থেকে ১৩ বিজয়ী পাবেন মিনিস্টার হাইটেক পার্কের পক্ষ থেকে রেফ্রিজারেটর, এলইডি টিভিসহ বিভিন্ন উপহার।
বেঙ্গলমিট : গত তিন বছরের মতো এ বছরও অনলাইনে পশুর হাট বসিয়েছে বেঙ্গলমিট। কোরবানির পশু জবাই থেকে প্রক্রিয়াজাতকরণেরও ব্যবস্থা করছে এ প্রতিষ্ঠানটি। http:/bengalmeat.com/qurbani ঠিকানা থেকে গরুর অর্ডার করে বাড়িতে কোরবানির পশু না এনেই দেওয়া যাবে কোরবানি। এ ক্ষেত্রে হালাল ও নিরাপদ কোরবানির শর্তসাপেক্ষে প্রতিশ্রুæতি দেওয়া হবে। পশু কিনে বাড়ি এনে দুয়েক দিন রেখে ঈদের দিন জবাই করে চামড়া ছাড়িয়ে গোশত পাওয়ার জন্য আর চিন্তা করতে হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর ফলে এক দিকে যেমন হাটে গিয়ে পশু কিনতে হবে না, তেমনি কসাইয়ের কাছেও যেতে হবে না ক্রেতাদের।
আমারদেশ ই-শপ ডটকম : আমারদেশ ই-শপ ডটকম ওয়েবসাইটের গবাদিপশু বিক্রির জন্য বিশেষ ঘোষণায় ক্লিক করলেই দেখা যায়, বিভিন্ন ধরনের গবাদিপশু বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া আছে। ভিসা ও মাস্টার কার্ড এবং ব্র্যাক ও ডাচ্-বাংলা ব্যাংকের কার্ডের মাধ্যমে এসব পশু কেনার টাকা পরিশোধ করা যাবে বলে ওয়েবসাইটে বলা হয়েছে।