বাংলাদেশে লেনোভো’র ‘বেস্ট ভ্যালুড পার্টনার’ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

২৯ মে, ২০২৫  
১৪ জুলাই, ২০২৫  
বাংলাদেশে লেনোভো’র ‘বেস্ট ভ্যালুড পার্টনার’ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

দীর্ঘ এক যুগ ব্যাপী পারস্পরিক সহযোগিতা এবং নিরবিচ্ছিন্ন প্রয়াসের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো বৈশ্বিক ব্র্যান্ড লেনোভো’র বাংলাদেশী অংশীদার হিসেবে ‘বেস্ট ভ্যালুড বিজনেস পার্টনার’ হিসেবে স্বীকৃতি পেলো দেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রযুক্তিপণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানটি গ্লোবাল ব্র্যান্ড। । ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় সফলতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেয়া হয়।

গত ২৬ মে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত লেনোভো ৩৬০ এভল্ভ ইভেন্টে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খোন্দকারের হাতে পুরস্কার তুলে দেন লেনেভো ইন্ডয়িার ওভারসিজ বিজনেস বিভাগের পরিচালক নাভীন কেজরিওয়াল

এসময় লেনেভোর রিজিওনাল সেলস ম্যানেজার শেখর কর্মকার, লেনোভো’র বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার হাসান রিয়াজ জিতু ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র হেড অফ লেনোভো বিজনেস রেজাউল করিম তুহিনসহ শ্রীলঙ্কা, নেপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

লেনোভো’র পক্ষ থেকে প্রাপ্ত সম্মাননা গ্রহণ করে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন খোন্দকার বলেন, এই স্বীকৃতি ব্যবসায়িক কৃতিত্বর পাশাপাশি আনুমোদিত লেনোভো প্রোডাক্টসকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিরলস চেষ্টার ফসল। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এবং লেনোভোর এই যুগলযাত্রা বরাবরের মতোই ভবিষ্যতের প্রযুক্তি সম্ভাবনার দরজা উন্মোচনে প্রতিশ্রুতিবদ্ধ। 

পুরস্কার প্রাপ্তি পেছনের কারিগর গ্লোবাল ব্র্যান্ডের রেজাউল করিম তুহিন বলেন, ‘এই অর্জন কেবল আমাদের প্রতিষ্ঠানের নয় – এটি আমাদের পুরো টিমের, আমাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর, এবং সর্বোপরি বাংলাদেশের প্রযুক্তি খাতের জন্য একটি গর্বের মুহূর্ত। এক্ষেত্রে আমরা কৃতজ্ঞতা জানাই নাভীন কেজরিওয়াল, ডিরেক্টর – ওভারসিজ বিজনেস, লেনোভো ইন্ডিয়া এবং তার অসাধারণ টিমকে, যাদের সহযোগিতা আমাদের এই অর্জনকে সম্ভব করেছে।