একই ইন্টারফেসে এলো চ্যাটজিপিটির ভয়েস মোড

একই ইন্টারফেসে এলো চ্যাটজিপিটির ভয়েস মোড
২৭ নভেম্বর, ২০২৫ ১০:২০  

চ্যাটজিপিটির ভয়েস মোড এখন থেকে আর আলাদা কোনো ট্যাবে খুলতে হবে না। ব্যবহারকারীরা সরাসরি মূল চ্যাটের মধ্যেই ভয়েস ব্যবহার করতে পারবেন, ফলে কথোপকথন আরও স্বাভাবিক ও সুবিধাজনক হবে। খবর এনগ্যাজেট।

আগে ভয়েস মোড চালু করলে একটি আলাদা নীল বৃত্তের পর্দায় যেতে হতো, যেখানে শুধু শোনা যেত কী বলছে চ্যাটজিপিটি। সেই পর্দা থেকে আগের বার্তাগুলো দেখা বা ছবির মতো ভিজ্যুয়াল কনটেন্ট দেখা সম্ভব ছিল না। ফলে কোনো উত্তর মিস হলে আবার টেক্সট মোডে ফিরে গিয়ে সেটা দেখতে হতো, যা অনেকের কাছে বিরক্তিকর ছিল।

নতুন আপডেটে এখন ব্যবহারকারীরা কথা বলার সময়ই পর্দায় চ্যাটজিপিটির উত্তর দেখতে পাবেন। আগের বার্তাগুলো দেখা, ছবি বা মানচিত্রের মতো ভিজ্যুয়াল কনটেন্ট রিয়েল-টাইমে দেখা—সবই একই জায়গায় করা যাবে। ভয়েস ও টেক্সটের মধ্যে সহজেই যাতায়াত করা সম্ভব হবে। তবে কথা বলা বন্ধ করতে চাইলে “এন্ড” ট্যাপ করতে হবে।

এই নতুন ভয়েস অভিজ্ঞতাটি এখন থেকে ডিফল্ট হিসেবে চালু হচ্ছে এবং ওয়েব ও মোবাইল—উভয় প্ল্যাটফর্মেই ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে।

তবে যারা আগের আলাদা ভয়েস মোড পছন্দ করেন, তারা সেটিংসে গিয়ে “ভয়েস মোড” থেকে নতুন “সেপারেট মোড” অপশন চালু করে পুরনো ইন্টারফেসে ফিরে যেতে পারবেন।

ডিবিটেক/বিএমটি