এ বছর স্যামসাংকে পেছনে ফেলতে পারে অ্যাপল

এ বছর স্যামসাংকে পেছনে ফেলতে পারে অ্যাপল
২৭ নভেম্বর, ২০২৫ ১৩:৫৮  

বিশ্ববাজারে স্মার্টফোন শিপমেন্টে এ বছর স্যামসাংকে পিছনে ফেলে এক নম্বরে উঠতে পারে অ্যাপল—এমনই পূর্বাভাস দিচ্ছে কাউন্টারপয়েন্ট রিসার্চ। প্রতিষ্ঠানটির হিসাবে, ২০২৫ সালে অ্যাপল প্রায় ২৪৩ মিলিয়ন আইফোন বাজারজাত করবে, যেখানে স্যামসাং বাজারজাত করবে প্রায় ২৩৫ মিলিয়ন ডিভাইস। এতে অ্যাপলের বৈশ্বিক বাজার–হিস্যা দাঁড়াবে ১৯.৪ শতাংশ, যা স্যামসাংয়ের চেয়ে সামান্য বেশি। খবর দ্য ভার্জ।

রিপোর্টে বলা হয়, নতুন আইফোন ১৭ সিরিজ উদ্বোধনের পর প্রথম চার সপ্তাহে আগের আইফোন ১৬-এর তুলনায় ১২ শতাংশ বেশি বিক্রি হয়েছে। শুল্কসংক্রান্ত ঝুঁকি প্রত্যাশার তুলনায় কম হওয়ায় বিক্রি আরও চাঙা হয়েছে।

এটি বাস্তবায়িত হলে প্রায় ১৪ বছর পর প্রথমবারের মতো স্মার্টফোন শিপমেন্টে স্যামসাংকে ছাড়িয়ে যাবে অ্যাপল। যদিও বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন গবেষণা সংস্থা ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে, তবে কাউন্টারপয়েন্টের মূল্যায়ন অ্যাপলের জন্য বড় অর্জনের ইঙ্গিত দিচ্ছে। আইফোন এয়ার নিয়ে কিছুটা ম্লান প্রতিক্রিয়া এবং অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা অগ্রগতির প্রশ্ন—কোনোটিই আইফোন ১৭ সিরিজের বিক্রি থামাতে পারেনি।

আগামী বছর অ্যাপল সাশ্রয়ী মডেল ‘১৭ই’ এবং পরবর্তী সময়ে প্রথম ভাঁজযোগ্য আইফোন বাজারে আনার পরিকল্পনা করছে, যা প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে দিতে পারে।

ডিবিটেক/বিএমটি