বিশ্ববাজারে অ্যামাজনের সাশ্রয়ী ই–কমার্স সেবা চালু

বিশ্ববাজারে অ্যামাজনের সাশ্রয়ী ই–কমার্স সেবা চালু
৮ নভেম্বর, ২০২৫ ১৬:৫৯  

বিশ্বের বৃহত্তম অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান অ্যামাজন তাদের স্বল্পমূল্যের ই–কমার্স সেবা ‘অ্যামাজন বাজার’ বিশ্বব্যাপী ১৪টি নতুন দেশে সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে চীনা প্রতিদ্বন্দ্বী শেইন ও টেমু–এর সঙ্গে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে। খবর রয়টার্স।

অ্যামাজন জানিয়েছে, নতুন এই বাজারগুলোতে তারা ২ থেকে ১০ ডলারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পোশাক ও গৃহস্থালি সামগ্রী সরবরাহ করবে। নতুন যুক্ত হওয়া দেশগুলোর মধ্যে হংকং, ফিলিপাইন, নাইজেরিয়া ও তাইওয়ান উল্লেখযোগ্য।

অ্যামাজনের “হল” নামে পরিচিত এই সেবার যুক্তরাষ্ট্র সংস্করণটি ২০২৪ সালে চালু হয়েছিল। এরপর মেক্সিকো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে এটি জনপ্রিয়তা অর্জন করে।

প্রতিষ্ঠানটি জানায়, সব পণ্য তাদের বৈশ্বিক গুদাম থেকে সরাসরি পাঠানো হবে এবং অংশীদার পরিবহন নেটওয়ার্কের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ অ্যামাজনের আন্তর্জাতিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডিবিটেক/বিএমটি