প্রিয় পে-বাক্কো সমঝোতা চুক্তি সই

৬ নভেম্বর, ২০২৫ ১৮:০০  
৬ নভেম্বর, ২০২৫ ১৮:০২  
প্রিয় পে-বাক্কো সমঝোতা চুক্তি সই

যুক্তরাষ্ট্রভিত্তিক ডেলাওয়্যার নিবন্ধিত প্রতিষ্ঠান প্রিয় ইনকরপোরেশন (Priyo Inc.)-এর সঙ্গে একটি সমঝোতা (MoU) চুক্কতি করেছে দেশের বিপিও ও আইটিইএস শিল্পের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) ।

৬ নভেম্বর, বৃহস্পতিবার এ বিষয়ে একটি চুতক্তি সম্পাদনেন কথা জানিয়েছে বাক্কো। চুক্তিটি স্বাক্ষর করেন প্রিয় ইনকরপোরেশন (Priyo Inc.)-এর চিফ অপারেটিং অফিসার পাইক ইকবাল হোসেন এবং বাক্কো’র ভাইস প্রেসিডেন্ট মো. তানজিরুল বাসার।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশে বিপিও ও ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য “Priyo Pay” নামক একটি নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্ম চালুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে মপ্রতিষ্ঠানটি 

এই অংশীদারিত্বের আওতায় বাক্কো’র সদস্য প্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা পাবে, যার মধ্যে রয়েছে—এক বছরের জন্য বিনামূল্যে USD অ্যাকাউন্ট, ইনকামিং ACH ট্রান্সফারে কোনো চার্জ ছাড়াই লেনদেনের সুবিধা, সর্বোচ্চ ১০টি পর্যন্ত ব্যবসায়িক ডেবিট কার্ড বিনামূল্যে প্রদান, এবং ডেডিকেটেড কী অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সেবা। এই উদ্যোগটি বাংলাদেশের বিপিও ও আইটিইএস কোম্পানিগুলোর আন্তর্জাতিক আর্থিক লেনদেনকে আরও স্বচ্ছ ও নির্বিঘ্ন করবে।

উভয় প্রতিষ্ঠান যৌথভাবে এই উদ্যোগটি বাক্কো’র সদস্য প্রতিষ্ঠানের মধ্যে প্রচার করবে। প্রিয় ইনকরপোরেশন (Priyo Inc.) বাক্কো’র সদস্যদের জন্য একটি বিশেষ কুপন কোড প্রদান করবে, যার মাধ্যমে সদস্যরা সহজেই এই সেবাগুলোর সুবিধা নিতে পারবেন।   

ডিবিটেক/ কেটিএইচ/ইক