আরব আমিরাতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট

৪ নভেম্বর, ২০২৫ ২০:৫৭  
আরব আমিরাতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট

সংযুক্ত আরব আমিরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো সম্প্রসারণে ২০২৯ সালের মধ্যে মোট ১৫.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। পাশাপাশি দেশটির ডেটা সেন্টারে ব্যবহারের জন্য এনভিডিয়ার উন্নতমানের চিপ রপ্তানির অনুমতিও পেয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। খবর রয়টার্স।

মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ব্র্যাড স্মিথ জানান, এই বিনিয়োগের প্রধান অংশ এআই ডেটা সেন্টার সম্প্রসারণে ব্যয় করা হবে, যা আমিরাতের ক্রমবর্ধমান প্রযুক্তি চাহিদা মেটাতে সহায়তা করবে।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে আবুধাবিভিত্তিক এআই কোম্পানি জি৪২-এ ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। চীনের সঙ্গে জি৪২-এর পূর্বের সম্পর্ক নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ থাকলেও, স্মিথ জানান প্রতিষ্ঠানটি এখন যুক্তরাষ্ট্রের মানদণ্ড মেনে চলছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র অনুমোদিত লাইসেন্সের মাধ্যমে মাইক্রোসফট ইতোমধ্যে ২১,৫০০ এনভিডিয়া এআই চিপ আমিরাতে সংগ্রহ করেছে, এবং আগামী মাসগুলোতে আরও উন্নত জিবি৩০০ জিপিইউ সরবরাহ করা হবে।

ডিবিটেক/বিএমটি