আত্মহত্যার ঝুঁকি নিয়ে টিকটকের অ্যালগরিদম তদন্তে ফ্রান্স
তরুণ ব্যবহারকারীদের আত্মহত্যায় প্ররোচিত করার আশঙ্কায় জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক–এর অ্যালগরিদম নিয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্সের বিচার বিভাগ। খবর রয়টার্স।
ফ্রান্সের পাবলিক প্রসিকিউটর লর বেকু জানিয়েছেন, সংসদের অনুরোধে এই ফৌজদারি তদন্ত শুরু করা হয়েছে। সংসদের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিকটকের দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থা, অপ্রাপ্তবয়স্কদের সহজ প্রবেশাধিকার এবং জটিল অ্যালগরিদম মানসিকভাবে দুর্বল তরুণদের আত্মহত্যার পথে ঠেলে দিতে পারে।
২০২৪ সালে সাতটি পরিবার টিকটকের বিরুদ্ধে মামলা করে অভিযোগ করেছিল, তাদের সন্তানরা এই প্ল্যাটফর্মের ভিডিও দেখে আত্মহত্যার দিকে ধাবিত হয়েছে। যুক্তরাষ্ট্রেও একই অভিযোগে একাধিক মামলা চলছে।
টিকটক এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে ৫০টির বেশি নিরাপত্তা বৈশিষ্ট্য চালু রয়েছে এবং ৯০ শতাংশ অনুপযুক্ত ভিডিও দেখা হওয়ার আগেই মুছে ফেলা হয়।
তবে আদালত জানিয়েছে, আত্মহত্যা-সংক্রান্ত প্রচারণা ছড়ানোর অপরাধে তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তদন্তে টিকটকের তথ্য সংগ্রহ, মতপ্রকাশের স্বাধীনতা এবং নির্বাচনী প্রভাবের ঝুঁকিও বিবেচনায় নেওয়া হবে।
ডিবিটেক/বিএমটি







