দেশীয় এআই চিপ নির্মাতাদের সস্তায় বিদ্যুৎ দিচ্ছে চীন
দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ শিল্পকে শক্তিশালী করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সস্তা বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে চীন। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বড় বড় তথ্যকেন্দ্রগুলোকে বিদ্যুৎ বিলের অর্ধেক পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে। খবর রয়টার্স।
প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় প্রশাসনগুলো বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্টের মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে নতুন প্রণোদনা কার্যক্রম চালু করেছে। এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ কেনার ওপর বেইজিংয়ের নিষেধাজ্ঞার কারণে এই প্রতিষ্ঠানগুলো সম্প্রতি উচ্চ বিদ্যুৎ ব্যয়ের চাপে পড়েছিল।
চীনের এই পদক্ষেপের লক্ষ্য হলো নিজস্ব এআই চিপ উৎপাদন ত্বরান্বিত করা এবং বিদেশি প্রযুক্তিনির্ভরতা কমানো। যদিও রয়টার্স এখনো এই প্রতিবেদনের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
ডিবিটেক/বিএমটি







