প্রযুক্তি নির্ভর সমাজে গ্রামীণ নারীর অবদানে তিন জেলায় স্বীকৃতি পেলেন ৩৬ জন

৫ নভেম্বর, ২০২৫ ১৭:৪১  
প্রযুক্তি নির্ভর সমাজে গ্রামীণ নারীর অবদানে তিন জেলায় স্বীকৃতি পেলেন ৩৬ জন

প্রযুক্তি নির্ভর সমাজে গ্রামীণ নারীর অবদান স্বীকৃতির লক্ষ্যে পক্ষকালব্যাপী আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন করছে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)।  বিশ্ব অর্থনীতি ও মানবিক সমাজ গঠনে গ্রামীণ নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে  (বিএনএনআরসি) ১৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলমান এ উদযাপনের অংশ হিসেবে ৫ নভেম্বর বুধবার, বরিশাল, পটুয়াখালী এবং কুষ্টিয়া- এই তিন জেলায় মিডিয়া ব্রিফিং ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বিএনএনআরসি আয়োজিত আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের এ বছরের প্রতিপাদ্য ছিল-  “প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা: প্রতিরোধ, প্রশমন ও করণীয়।” অনুষ্ঠানে জানানো হয়, ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্প বাস্তবায়ন করছে বিএনএনআরসি । প্রকল্পটি  নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন  করছে সুইজারল্যান্ড ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ।

স্পিড ট্রাস্ট ও সেতুর সহযোগিতায় আয়োজিত তিনটি জেলার অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিনিধি, ৪৫ জন গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন। নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিন জেলার ১৮টি ইউনিয়ন থেকে নির্বাচিত ৩৬ জন নারী ও পুরুষকে বিভিন্ন ক্ষেত্রে সম্মাননা সনদ প্রদান করা হয়।

সম্মাননার ক্ষেত্রসমূহের মধ্যে ছিলো নারী মুক্তিযোদ্ধা, দাবি আদায়কারী নারী, ধাত্রীমাতা, রন্তগর্ভা মা, নারী কৃষক, বীজ সংরক্ষণকারী, অন্যায়ের প্রতিবাদকারী, স্থানীয় সরকার প্রতিনিধি, ডিজিটাল উন্নয়নকর্মী, নারী উদ্যোক্তা এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা অন্যান্য পেশাজীবী নারী ও পুরুষ।

আলোচনা সভায় বক্তারা প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা, সুশীল সমাজের দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। অংশগ্রহণকারীদের মতে, এ আয়োজন তিন জেলায় নারীর ডিজিটাল নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে।

ডিবিটেক/বিআর/মুইম