অস্ট্রেলিয়ায় লাখো মানুষ পাবেন বিনামূল্যে বিদ্যুৎ
সৌরবিদ্যুতে বিপ্লবের সুফল ভোগ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার জানিয়েছে, আগামী জুলাই ২০২৬ থেকে তিনটি রাজ্যের গ্রাহকরা প্রতিদিন সর্বোচ্চ তিন ঘণ্টা পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। খবর টেকক্রাঞ্চ।
সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়ায় ছাদের উপর সৌরপ্যানেল স্থাপনের প্রবণতা দ্রুত বেড়েছে। বর্তমানে দেশটির প্রায় প্রতি তিনটি বাড়ির মধ্যে একটি বাড়িতে সৌরপ্যানেল রয়েছে। এক কিলোওয়াট ক্ষমতার সৌর স্থাপনে ব্যয় হয় প্রায় ৮৪০ মার্কিন ডলার, যা যুক্তরাষ্ট্রের তুলনায় তিনগুণ সাশ্রয়ী।
পরিবেশ ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন জানিয়েছেন, “এখন আমরা এমন পর্যায়ে পৌঁছেছি যেখানে এই শক্তি আরও বেশি অস্ট্রেলীয়দের সঙ্গে ভাগাভাগি করা সম্ভব।”
‘সোলার শেয়ারার’ নামে নতুন এই উদ্যোগ প্রাথমিকভাবে নিউ সাউথ ওয়েলস, দক্ষিণ অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে চালু হবে। এতে অংশ নিতে ছাদের সৌরপ্যানেল থাকা বাধ্যতামূলক নয়, তবে স্মার্ট মিটার থাকতে হবে।
এই পরিকল্পনা সৌরশক্তি ব্যবহারের সময়কে মধ্যাহ্নে সরিয়ে এনে বিদ্যুৎ খরচ কমানো ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে সহায়তা করবে।
ডিবিটেক/বিএমটি







